অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি, ফিরে পেতে নিজেকে...... আবার।
Google Street View Service এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এর সাহায্যে virtually পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন শহরের পথগুলো হেঁটে আসা যায়। Google এর Street View car যেখান দিয়ে যায়, ছবি তুলতে তুলতে যায়। মাঝে মাঝে ক্যামেরা গুলোতে ধরা পড়ে অদ্ভুত কিছু ছবি।
চলুন কোনও কথা না বাড়িয়ে Google এর funny কিছু streetview দেখি।
১। New South Wales, Australia
২। Seattle, Washington
৩। Brighton, United Kingdom
৪।
Aulnay-Sous-Bois, France
৫। Sardinia, Italy
৬। Ullapool, Scotland
৭। Chihuahua Municipality, Mexico
৮। Copenhagen, Denmark
৯।
Zurich, Switzerland
১০। Philadelphia, Pennsylvania
১১। Dwingeloo, Netherlands
১২। Laksefjord, Norway
১৩। Bourdeaux, France
১৪।
Reynosa, Mexico
১৫। Ontario, Canada
১৬। Toronto, Canada
১৭। Paris, France
১৮। Toppvatnet, Norway
প্রথম অংশ শেষ।
অনেক তো দেখলাম, এখন ভাবুন বাংলাদেশে Google Street View চালু হলে কি কি দেখা যেতে পারে। আমার ভাবনা থেকে আমি কিছু শেয়ার করছি।
১। বিশ্বজিত ( হয়তো আরেকজন )
২। বর্ষাকাল
৩।
বর্ষা পরবর্তী সময়ে
৪। দেখব আমাদের পুলিশ দের
৫। স্বজনের আর্তনাদ
৬। আগুন
প্রতিনিয়ত প্রিয় দেশটির জন্য মন কাঁদে। ইদানিং পত্রিকায়/খবরে যা যা দেখছি/পড়ছি সেগুলো সত্যিই কল্পনাতিত।
আমরা যারা সাধারণ জনগন, আমরা যেভাবে দেশ কে দেখতে চেয়েছিলাম, সেভাবে কি আর কোনোদিন দেখতে পাবো? হয়তো কোনও একদিন... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।