পর্নো ছবি, আপত্তিকর তথ্যের খোঁজ গুগল আর দেবে নাView this link গুগল দিয়ে পর্নো ছবি, আপত্তিকর আলোকচিত্র বা তথ্য খোঁজা সহজ থাকছে না আর। গুগলের এক নারী মুখপাত্র বিবৃতিতে বলেন, "আমরা সেইফসার্চ সেটিংসিট আরো সরলীকরণ করেছি। আপত্তিকর কোন কিছুর ছবি বা তথ্য এখন সরাসরি আর পাওয়া যাবে না। ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১৮ বছরের কম বয়সীরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক। আর এরপরেই অবস্থান "পর্নো\'" এবং "সেক্স" শব্দ দুটির৷ নর্টন আরো জানিয়েছে, বাবা-মাদের জন্য এই সংবাদ বেশ উদ্বেগের এবং এ নিয়ে তাদের উচিত শিশুদের সঙ্গে কথা বলা। গুগল নি:সন্দেহে সমাজ সেবা মূলক এবং সমাজ গঠনমুলক কাজ করে। আমি অনুরোধ করব তাকে যুব সমাজের নৈতিক মান ঠিক রাখার জন্য কাজ করতে । তাহলেই সত্যিকার সমাজ গঠনের কাজ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।