আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
নিজামূল হক নাসিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও বেলজিয়ামের ড. জিয়াউদ্দিনের সাথে তার কথোপোকথন এই দুইজনের খুব পরিচিত ব্যাতীত কারো জানার কথা নয়। শুধু এই মানবতা বিরোধী অপরাধের বিচার বলে নয় যারা এর বিবাদী তথা জামাত ও বিএনপি ইচ্ছা করলে তারা বর্তমান সরকারের বহু কিছু সাইবার হ্যাকিং করে মূল্যবান তথ্য নিতে পারে। কিন্তু তা কি হয়েছে? মাইক্রোসফট গত বছর ২০১১র মে মাসে স্কাইপিকে কিনে নেয়। এরপর পর;
‘সুপারনোডস’ নামে নতুন একটি প্রযুক্তিব্যবস্থা যোগ করে। সুপারনোডস থাকায় স্কাইপ ও মাইক্রোসফটের মালিকানাধীন যেকোনো কম্পিউটার থেকে স্কাইপের ৬০ কোটি ব্যবহারকারীর কল পর্যবেক্ষণ বা সংরক্ষণ করা সম্ভব।
তবে এ কাজটি করা হবে কোনো আদালতের নির্দেশে বা সরকারের প্রয়োজনে।
Click This Link
এছাড়াও উক্ত প্রতিবেদনে বলা হয়;
যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের প্রযুক্তি প্রকল্প পরিচালক পিটার একারসলি সিএনএনকে বর্তমান স্কাইপ সম্পর্কে বলেন, ‘২০১২ সাল থেকে স্কাইপের প্রোগ্রামিং স্থাপত্যশৈলীকে আমরা নিরাপদ মনে করি না। ’
কিন্তু নেট ঘেটে (বাংলাদেশের নিজাম-জিয়া ব্যাতীত) এখন পর্যন্ত পেলাম না যে কোন হ্যাকার অন্য কোন ঘটনায় দুই জন ব্যাক্তির স্কাইপির সংলাপ রেকর্ড করে প্রকাশ করেছে। আই.এস.পির সার্ভার, গেটওয়ে এবং স্কাইপির এডমিন লেভেল ছাড়া সাধারণ ফোনালাপের মত এটা আড়িপাতা যায় না। উপায় একটাই হয় নিজাম অথবা জিয়াউদ্দিনের খুব পরিচিত কেউ তাদের পিসিতে কোন ডিভাইস বা স্পাইওয়্যার সফটওয়্যার ইনষ্টল করেছিল।
ফলে এই আলাপ রেকর্ড করা গেছে। এই বিষয়ে;
ইকোনোমিস্ট বলেছে, তারা এই তথ্য পেতে কাউকে প্ররোচিত করেনি বা অর্থ দেয়নি। তাদের একজন এই রেকর্ড দিয়েছেন। এ কথাটির অবশ্যই বিশেষ গুরুত্ব রয়েছে।
Click This Link
মজার কথা হল এই কেলেংকারীতে শুধু হ্যাকারই নয় বরং বিচারপতি নিজামও অপরাধ করেছেন;
তবে আরও একটি দিক হলো, যিনি বা যারা এই রেকর্ড করেছেন, তারা বাংলাদেশি আইনে অপরাধ করেছেন।
কারণ, এটি ব্যক্তি অধিকার ক্ষুণœ করার অপরাধ। অপরদিকে যে বিচারপতি এই সংলাপ করেছেন, তিনিও বাংলাদেশের আইনে অপরাধ করেছেন। কারণ, একজন বিচারপতি বিচার-বিষয় নিয়ে বাইরের কারও সঙ্গে আলাপ-আলোচনা করতে পারেন না।
এখন সরকার যদি উন্মাদ হয়ে নিজাম সাহেবকে রায়ের জন্য চাপ দেয় তাইলে মনে হয় ভিন্ন কোন পথ ছিল না! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।