আমাদের কথা খুঁজে নিন

   

র্যাব, নিজাম উদ্দীন সাহেব এবং মানবাধিকার কর্মী ---- হা হা হা হা



জনাব নিজাম উদ্দীন, আপনি র্যাব দিয়ে সন্ত্রাস দমনের কথা বলেছেন ------ খুব ভাল কথা। আমার কোনো আপত্তি নাই। 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের মারাত্মক সন্ত্রাসের মুখে বি এন পি এসে র্যাব আনলো ু আর দেশের শান্তি শৃংখলা ফিরে আসল বলছেন - সে আপনি বলতেই পারেন । বাকস্বাধীনতার চর্চা থাকা ভাল। আমার তাতেও কোনো অবজেকশন নাই।

আমার অবজেকশনটা হলো বিশাল ঐ পোস্টের নীচে আপনি নিজের পরিচয় দিছেন, মানবাধিকারকর্মী। আসুন না, মানবাধিকার কর্মী ব্যাপারটার একটু গোড়ায় যাবার চেষ্টা করি। ধরুণ, কোনো একটা জায়গায় 10 জন মানুষ আছে। তাদের একজন ভাল, বাকি সবাই দোষী। কিন্তু কারো হাতেই তথ্য প্রমাণ নেই যে কে ভাল? মানবতা বলে প্রয়োজনে 10 জনকে ছেড়ে দাও, কিন্তু যেন ভুল করে নিরপরাধী সাজা না পায়।

মানবতা এও বলে যে, পৃথিবীর নিকৃষ্টতম অপরাধীরও বিচার পাবার অধিকার আছে। ক্রসফায়ারকে মানবতা স্বীকৃতি দেয় না, সামরিক শাসন দিতে পারে। আপনার বক্তব্যের রাজনৈতিক অংশ নিতান্তই আপনার মতামত। দয়া করে আগলি পলিটিক্যাল কথাবার্তা লিখবার পরে শেষে পরিচয় হিসাবে মানবাধিকারকর্মী লিখবেন না। সেেেত্র মানবাধিকার শব্দটাকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.