ফেসবুক এ মাত্র লগিন করছি করার সাথে সাথে দেখি কয়েকটা পেজ এ মোশাররফ করিম কে মারে ফেলেছে। সাথে ইন্না_______ইলাইহি পর্যন্ত বলে ফেলেছে। সাথে সাথে টিভি অন করলাম ঘটনার সত্যতা যাচাই করার জন্য দেখি কিছুই নাই। উলটা দেখলাম আমিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাঁসপাতাল এ। অনেক গুলা অনলাইন পত্রিকায় ও ঢুক্লাম যে দেখি কোন নিউজ আছে কিনা ।
ব্লগেও ঢুক্লাম দেখি এক আবাল ফেসবুক থেকে কপি পেস্ট মেরে দিছে আর নিচে লিখে দিছে সিওর না। ব্লগ এর শিরনাম দেখলেই যে কেউ হার্ট এটাক করতে পারে ।
আমার কথা হচ্ছে এই ধরনের নিউজ শিওর না হয়ে কেন দেয়। তাদের পেজ এর কমেন্ট পাওয়ার জন্মে ? আসলে পেজ এর এডমিন রা লায় পাইতে পাইতে মাথায় উইঠা গেছে। এদের এম্বিশন এখন এমন হইছে গুজব হোক আর যাই হোক কমেন্ট পাওয়া দিয়ে কথা।
আমি যখন লিখছি তখন টিভি পত্রিকা ঘাটা ঘাটি করে লিখছি। এখন পর্যন্ত কোন বিশ্বাস যোগ্য সুত্র খুজে পাই নি। আর সালার এডমিন দের যে কি করতে ইচ্ছা করতাছে। একেকটা ___ এর বাচ্চা শিওর না হয়ে পোস্ট দেয়
তারা লাইক কমেন্ট এর জন্য একজন নামি দামি জ্যান্ত অভিনেতা কে মেরে ফেলতে দ্বিধা বোধ করে না। আবার শিওর না হয়ে ইন্না_____রাজিউন বলে।
মিজাজ খুব খারাপ একেক টারে হাতের কাছে পাইলে _______ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।