চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রকে আজীবন বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। তাঁদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের কর্মী সমাজতত্ত্ব দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ মাছুমকে আজীবন বহিষ্কারের দাবিতে আজ পঞ্চম দিনের মতো আন্দোলনে নামেন ছাত্রীরা। দুপুর ১২টার দিকে তিনটি ছাত্রী হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করেন।
একই সময় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফজলে মাওলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রীরা ছয় দফার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ছাত্রী নিপীড়নের দায়ে অভিযুক্ত মাছুমের আজীবন বহিষ্কারও দাবি করেন।
এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন কর্মী তাঁদের ওপর হামলা চালান। এ সময় বক্তব্য দেওয়া অবস্থায় ছাত্রী শামিমা ইয়াসমিনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ছাত্রলীগের কর্মীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।
এ সময় ছাত্রলীগের হামলায় শামিমা ইয়াসমিনসহ আহত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উবা থোয়াই মারমা এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র সজীব।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী প্রথম আলো ডটকমের কাছে হামলার কথা অস্বীকার করেন।
এদিকে, ছাত্রীদের আন্দোলনের মুখে বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের কর্মী মাছুমের সাময়িক বহিষ্কারাদেশ বলবত্ রেখে ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। তদন্ত কমিটির প্রধান করা হয় ছাত্র-উপদেষ্টা খান তৌহিদ ওসমানকে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন উপাচার্য।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র ফজলে মাওলার পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বিবেচনা করবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা সকল ছাত্রসংগঠন, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছি। ছাত্রী নিপীড়নের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।