আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জীবনের ১২ টা বাজাই!!!

আজ এই ১২.১২.১২ দিনটা অনেকেই শুভ মনে করছেন। কিন্তু আপনি জানেন কি এই ১২.১২.১২ এর মধ্যে কি লুকিয়ে আছে??? চলুন দেখা যাক। । যারা আজ বিয়ে করছেন তাদের জীবনের ১২ টা বেজে গেছে। ।

বৌয়ের ঝাড়ির উপর থাকবেন বছরের ১২ টি মাস। আপনার বেতন ১২ হাজারের উপরে উঠবে না। মাসের ১২ তারিখের মধ্যে বেতনের সব টাকা শেষ হয়ে যাবে। । ১২টি ছেলেপুলে হবার সম্ভাবনা রয়েছে।

। বৌ আপনার সাথে ঝগড়া করে মাসে ১২ দিন তার বাপের বাসায় থাকবে। যারা ১২.১২.১২ তারিখে ডেটিং এ যাবার সিন্ধান্ত নিয়েছে তাদের মানিব্যাগের ১২ টা বাজবে। । ঠিক দুপুর ১২টা ১২ মিনিটে আপনার পকেট পুরা শুন্য হয়ে যাবে।

। যারা আজ নতুন কাউকে প্রেম নিবেদন করতে চাইছেন তারা ধরে নিন আপনি তার ১২তম বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড। ১২ দিনের বেশি প্রেম টিকার সম্ভাবনা নাই। এই দিনটা স্বরনীয় রাখার জন্য মানুষ কত কিছুই না করছে। আমি এই দিনটা স্বরণীয় রাখব একটু ব্যতিক্রম ভাবে।

আমি আজ আমার নিজের বারোটা বাজিয়ে দিন টা উৎযাপন করব। । তাই আসুন সবাই মিলে নিজের ১২ টা বাজায়। । উৎস্বর্গঃ যারা স্বপ্ন দেখেছিলেন এই দিনটিতে বিয়ে করবেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আপনি করতে পারছেন না, যারা আজ তার ডালিংকে নিয়ে ডেটিং এ যেতে চেয়েছিলেন কিন্তু পারছেন না, যারা এই দিনে ভালবাসার মানুষ খুজে পেতে চেয়েছিলেন কিন্তু পাচ্ছেনা তাদেরকে স্বান্তনা দেবার জন্য আমার এ্ই লেখাটি উৎস্বর্গ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.