যদি তোর ডাক শুনে কেউ না আসে...তবে একলা চলরে...!! একমাত্র টি-টূয়েন্টি শেষে সবাই রুবেল কে যারা দোষারোপ করছে তারা কি জানে এর আগে টি-টূয়েন্টি তে ৬ ছক্কা খাওয়া স্টুয়ারট ব্রড আজ ইংল্যান্ড টি-টূয়েন্টি দলের অধিনায়ক!! এছাড়া ও রুবেল যদি গেইল কে আউট না করতো তাহলে হয়ত সব বোলারের পরিনিতি রুবেলের মত ই হতে পারতো? তারা কি এইটা জানে যে গত টি-টূয়েন্টি বিশ্বকাপে এই মারলন সামুয়েল শ্রীলঙ্কার মালিঙ্গার এক ওভারে কত রান নিয়েছিল? প্রকৃতপক্ষে যারা সমালোচনা করার তারা সমালোচনা করবে-ই। সবচাইতে বড় কথা একা কারো উপর দোষ চাপানো ঠিক নয়। মুশফিক ও দুটি ক্যাচ মিস করেছে মারলন সামুয়েলের। তারপরে ও সব মিলিয়ে বাংলাদেশ অনেক ভালো খেলা উপহার দিয়েছে। এত কাছে গিয়ে হারাটা একটু কষ্টের। এই কষ্টটা কিন্তু বাংলাদেশ দলের সবার মাঝে ও কাজ করছে। হারুক আর জিতুক দেশ তো আমাদের ই। এইটা কি কেউ লক্ষ্য করেননি যে বাংলাদেশ দলের অনেক উন্নতি হয়েছে? ইনশাল্লাহ সামনে বাংলাদেশ আরো ভালো খেলা উপহার দিবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।