সোমবার সকালে নির্দেশের একটি কপি মামলার বাদি ত্বকীর বাবা রফিউর রাব্বি জেলা পুলিশ সুপারের কাছে পৌঁছে দেন।
রফিউর রাব্বির আবেদনের পর ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কাগজ পাননি বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিসিয়াল কাগজপত্র পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।”
এই নির্দেশের পাশাপাশি মামলাটি তদন্তে ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনী ঘোষণা করা হবে না, দুই সপ্তাহের মধ্যে পুলিশকে তার কারণ জানাতে বলেছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা যেন পুলিশের পরিদর্শক পদ মর্যাদার নিচে না হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ বিষয়ে জানতে চাইলে রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের পর তিন মাস পার হলেও মামলার কোন দৃশ্যমান অগ্রগতি নেই।
৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
পরে তিনি এই ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, সদ্য বহিস্কৃত জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজসহ ৭ জনকে অভিযুক্ত করে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।