দিলাম তোমায় ফরহাদ হোসেন রনি বর্ষার দিনে দিলাম তোমায় অঝোর বৃষ্টি, বৃষ্টি শেষে দিলাম তোমায় রংধনুর সৃষ্টি। অপরূপ সুন্দর তারা দিলাম আলোকিত করে তোমায়, বাকি রইল চাঁদটুকু ভরা পূর্নিমায়। কালো মেঘ দিলাম তোমায়, দিলাম বর্ষা-শ্রাবন, তবুও কেন চুপটি তুমি আনমনা তোমার মন। রাতের শেষে ভোরে দিলাম শিশির ভেজা ঊষা, দিলাম তোমায় হৃদয় টুকু দিলাম ভালবাসা। দিনের শেষে সন্ধ্যা বেলায় দিলাম গোধুলি, মনের মাঝে তোমার ছবি, শুধু প্রেম রঙ তুলি। স্বপ্ন তুমি সত্যি তুমি রাতের ঘুম তুমি, মহাকাশ,চন্দ্র,সূর্য্য আর সাথে দিলাম ভূমি। কোমল হাতের স্পর্শ দিলাম, দিলাম আলতো আদর, নীল আকাশের মেঘ দিলাম আর দিলাম ঘাসের চাদর। কবিতার পংক্তি দিলাম, দিলাম গল্প ভেবে, এত কিছু দিলাম তোমায় আমায় কি দেবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।