আমাদের কথা খুঁজে নিন

   

সামু তে জামাতীদের নিষিদ্ধ করা প্রসংগে.....।

প্রায়ই সামুতে জামাতী ব্লগার বা কারও কারও ভাষায় ছাগুদের নিষিদ্ধ করার দাবী ওঠে। কোন কোন সম্মানিত ব্লগার এদের নিষিদ্ধ না করলে সামু ত্যাগ করার ও হুমকি দিয়েছেন। বেশ ছোট বেলা থেকেই রাজপথে, পত্র পত্রিকায় জামাত নিষিদ্ধের দাবী হর হামেশা শুনেছি। রাজপথে তীব্র আন্দোলন করতে দেখেছি। কিন্তু জামাত-শিবির নিশিদ্ধ হতে দেখিনি।

উপরন্তু জামাত-শিবিরের বিস্তৃতি দিনে দিনে বাড়তে দেখেছি। তাই আমি মনে করি যুক্তিবাদিতা দিয়ে জামাতি দের পরাস্থ করার পন্থা গ্রহন করাই ভালো শক্তি বা অযোক্তিক গালাগাল করে নয়। এভাবে কথায় কথায় নির্মূল আর জামাত মুক্ত দাবী করতে করতে একে একে কি আমরা সবাইকে হারাচ্ছি না? কাদের সিদ্দিকী, আসম রব, পিয়াস করিম, মাহবুব উল্লাহ, ফরহাদ মজহার, সিরাজুর রহমান, শাহজাহান সিরাজ, ব্যরিস্টার রফিক, এবিএম মুসা, মাহমুদুর রহমান মান্না এদের বদলে কাদের পাচ্ছি? এডভোকেট কামরুল ইসলাম, ফরিদপুরের মেশার্রফ বেয়াই আর সুভাষ সিংহ টাইপের লোক তো! জামাতিরা ৭১ এ যুক্তি ভুলে আবেগ দিয়ে চিন্তা করেছে বলে তাদের পরিণতি এরকম হয়েছে। যারা অনেকে এক সময় জামাতীদের নিষিদ্ধ করার দাবী করেছে এখন তাদের অনেক কেই দেখি জামাতীদের খয়ের খা। কর্ণেল অলি বীর বীক্রম, জেনারেল ইব্রাহিম, মেজর হাফিজ বীর বীক্রম, সাদেক হোসেন খোকা, সাদেক খান এরকম বহু লোক।

তাই অনুগ্রহ করে আপনারা আবেগ আর গায়ের জোরে মুক্তিযুদ্ধের চেতনা ফেরী করবেন না প্লিজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.