আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড মতির প্রথম আলোঃ নিহত বিশ্বজিৎ ছাত্রলীগের শ্বেত সন্ত্রাসের শিকারকে কেন রোষ বলা হচ্ছে?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বাংলাদেশে এখন এমন অবস্থা হইছে যে কোন সাধারণ নাগরিক নিছক চোর, ডাকাত অথবা প্রতিপক্ষ সন্দেহে খুন অহরহ ব্যাপার। এতই ঝুকি যে রাস্তা ঘাটে বের হলে কোন নিরাপত্তার গ্যারান্টি নাই। দেশের কোন শহড়ে, গ্রামে বা এলাকায় কোথায় কোন সময় বিপদজনক স্থানীয় জনগণ জানে। তাই এর বাইরে লোকালয়ে নিরীহ মানুষ চলাচল করে যদি কোন র্দূবৃত্ত দ্বারা নিহত বা আহত হয় তবে কি বলা যায় যে সে ভুল সময়ে ভুল জায়গায় ছিল? এটা এমন না যে একটি ট্রাক, বাস বা আসমান হতে কোন প্লেন মানুষ জন বা ঘড় বাড়ীর উপর পতিত হল। গতকাল পুরোনো ঢাকার জজ কোর্ট এলাকায় নিছক প্রতিপক্ষ সন্দেহে ছাত্রলীগ নিরস্ত্র বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে ও রড পিটিয়ে হত্যা করা হল তা সভ্য জগতে কল্পনা করা যায় না।

যদিও সে বিএনপি বা জামাত হত এই দেশের সংবিধানে তার শান্তিপূর্ণ মিছিল করার অধিকার আছে। বিএনপি সমর্থিত আইনজীবিরা কোন অস্ত্রতো দূর লাঠি সোটা নিয়েও মিছিল করেনি। তবে কেন তাদের উপর হামলা হবে? কারণ আমাদের দেশে এখন ফ্যাসিষ্ট হাসিনা সরকারের শাসন চলছে। যেখানে বিরোধী দল কোন উৎশৃঙ্খল কাজ করলে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী তা মোকাবেলা করবে সেটা না করে দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রী বলেন বিরোধী দল মোকাবেলা করা হবে তাদেরই রাজনৈতিক কর্মী দিয়ে। মানে তারা মানুষ খুন ও যখমের ফ্রি লাইসেন্স দিয়ে দিল।

এখন যখনাকে নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ ভাবে প্রকাশ করার কথা সেটা না করে দেশের জাতীয় দৈনিক প্রথম আলো বিভ্রান্তিকর তথ্য ও রিপোর্ট দিচ্ছে। কারণ তারা আদর্শগত ভাবে ১৮ দলীয় জোটের দেশ রক্ষার কর্মসূচীর বিরোধী। তাই শুরু হতেই কটাক্ষমূলক আর্টিকেল দিচ্ছে। তারা গত শনিবার লিখেছে; চরম বার্তা কার প্রতি—সরকার না জনগণ? বিরোধী দলের অবরোধ কর্মসূচি Click This Link মতি মিয়ার ভাবখানা এমন যে অতীতে হাসিনা এই ধরণের কোন কঠোর কর্মসূচী দেয়নি। ২০০৪ সালে শাহবাগে ১১জনকে পুড়িয়ে হত্যাকরে যুবলীগের সন্ত্রাসীরা।

সব দোষ বিএনপির। এখন বিশ্বজিৎ মারা গেছে গতকাল ৯ই ডিসেম্বর রবিবার তখন প্রআলো তাদের প্রথম ভেল্কি দেখাল। সহব্লগার shapnobilash_cu জানাচ্ছেন যে তারা তিন তিনবার এই নিয়ে শিরোণাম চেঞ্জ করে। প্রআলো লিখেছে ছাত্রলীগকে সন্দেহ; Click This Link আর আজকে লিখেছে; নৃশংসতা ছাত্রলীগের রোষে প্রাণ গেল পথচারী বিশ্বজিতের Click This Link তার মানে ছাত্রলীগের রাগের বা গোস্বা হওয়ার কারণ আছে। বিশ্বজিৎ নাকি ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন।

এটা রোষ নয় এটা শ্বেত সন্ত্রাস। বিশ্বজিৎতো দূর ঐ বিএনপির আইনজীবিরাও কোন উৎশৃঙ্খলতা করেনি। যেহেতু রাষ্ট্রের উচু পর্যায় হতে বিরোধী দলকে দমনের আদেশ এসেছে সেটাকেই রোষ বলে চালিয়ে দিতে চাচ্ছে। স্পষ্টতই হাসিনার কুশাসন ও ভারতের ক্রীতদাসকে বৈধতা দেওয়ার জন্যই ভন্ড নিরপেক্ষ সুশীল প্রআলো এই রকম বিভ্রান্তিকর রিপোর্ট দিচ্ছে। ধিক্কার এই ধরণের হলুদ সাংবাদিকতার!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।