কাজ নেই, খাওয়া নেই। জামাত শিবির মুক্ত সামু চাই অথবা বয়কট সামুকে। বাক স্বাধীনতার নামে - রাজাকার পালন নীতি চলবে না। ===== কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু যে মুক্তিযোদ্ধা দেশের অন্যতম চিহ্নিত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর দিগন্ত টিভিতে ভাড়া খাটেন, তাকে মুক্তিযোদ্ধা বলে গদগদ, নমঃনমঃ করতে হবে, আমাদের যুদ্ধ কি এমন ফাজলামোর গেম ছিল নাকি? আ স ম আব্দুর রবতো আমাদের প্রথম পতাকা তুলেছিলেন, শাহজাহান সিরাজ পড়েছিলেন স্বাধীনতার ইশতেহার! এদের কি আর আমরা এখন মন থেকে শ্রদ্ধা করতে পারি? অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন হামিদুল্লাহ খান, কিন্তু তিনি মুক্তিযোদ্ধার পুরস্কার নিয়েছিলেন জামায়াতে ইসলামীর কাছ থেকে! তার মৃ্ত্যুতে কি আমরা কেঁদেছি? মুক্তিযুদ্ধ ছিল আদর্শিক। টাকার কাছে যে মুক্তিযোদ্ধা অবলীলায় বিক্রি করে আদর্শ, হুমায়ুন আজাদতো ঘৃণার থুথুতে লিখে গেছেন তাদের সুরতহাল রিপোর্ট! একজন রাজাকার সারাজীবনই রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারাজীবন মুক্তিযোদ্ধা নন! - সাংবাদিক ফজলুল বারী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।