আমাদের কথা খুঁজে নিন

   

দরজা খুলে পাওয়া গেল নারীর গলিত লাশ

সোমবার বিকাল ৩টায় লাল কুঠি কলোনির প্রথম গলির একটি টিনশেড বাসা থেকে লাশটি উদ্ধার হয়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই টিনশেড ঘর থেকে দুর্গন্ধ বের হলে কলোনির আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে তালা ভেঙ্গে ওই বাসার মেঝ থেকে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ওই কলোনির বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার দুই জন নারী-পুরুষ স্বামীর-স্ত্রীর পরিচয় দিয়ে ওই বাসায় উঠেছিলেন। পরদিন থেকে ওই বাসায় বাহির থেকে তালা ঝুলতে দেখা যায়।
পুলিশের ধারণা, সঙ্গে আসা পুরুষই অজ্ঞাতপরিচয়ের ওই নারীকে হত্যা করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।