জীবন কখনোই সংগ্রাম বিহীন হতে পারে না মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা নেকী ও পরহেযগারীতে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। গুনাহ ও শত্রুতাতে সাহায্য-সহযোগিতা করো না। ’
অনেক মুসলিম দেশের শাসন ব্যবস্থায় পবিত্র শরয়ী আইন না থাকলেও মুসলমান উনাদের পবিত্র ইবাদত পালনে সরকারের সহযোগীতা লক্ষ্যণীয়।
কিন্তু সউদী আরবে পবিত্র শরয়ী আইন থাকার কথা শোনা গেলেও সেখানে প্রকৃত পবিত্র শরীয়া আইন নেই। এমনকি মুসলমান উনাদের পবিত্র ইবাদত পালনেও সর্বোচ্চ সহযোগীতা নেই।
খালি চোখে চাঁদ দেখে আরবী মাস শুরু না হলে সকল পবিত্র ইবাদত নষ্ট হয়ে যায়।
সউদী আরব পরিকল্পিতভাবে বহু যুগ ধরে চাঁদের তারিখ হেরফের করে যাচ্ছে।
কাফিরদের প্রবর্তিত গণতন্ত্র আজ মুসলিম বিশ্বেও আছর করছে। কাফিররা তাদের সুবিধা আদায়ের লক্ষ্যে এই অনর্থক বিষয়টি মুসলমানগণের উপর চাপিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের সুবিধা আদায় করে যাচ্ছে। মুসলমানগণ শান্তির আসায় ইসলাম ছেড়ে মরীচিকার মতো এই তথাকথিত গণতন্ত্রের পিছনে ছুটছে।
অনেক মুসিলম দেশে শাসন ব্যবস্থায় পবিত্র ইসলাম নেই সত্য; কিন্তু সাধারণ মুসলমান উনাদের পবিত্র আমল ও ইবাদত উনাদের সুবিধার্থে চাঁদ দেখে আরবী মাস গণনার আয়োজন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা, হিজাব-আব্রু রক্ষায় সহযোগীতা প্রদান করে যাচ্ছে। কিন্তু সউদী আরব বহু যুগ ধরে চাঁদ দেখে সঠিক তারিখে আরবী মাস গণনার আয়োজন থেকে দুরে থেকে পবিত্র হজ্জসহ মুসলমান উনাদের পবিত্র আমল নষ্ট করার পাশাপাশি বর্তমানে সেখানে কাফিরদের প্রবর্তিত তথাকথিত গণতন্ত্র প্রবেশের সুযোগ দিয়ে নূন্যতম পবিত্র শরীয়তী আইন উনার যা প্রচলন ছিলো তাও তুলে দেয়ার আয়োজন করছে।
বিশ্বের মুসলমানগণ পবিত্র ইসলাম না বোঝার কারণে গণতন্ত্রের ধোকায় যেমনি আছে তেমনি চাঁদ দেখার ইলম না থাকার কারণে সঠিকভাবে পবিত্র শরয়ী হুকুম পালনে উদাসীন।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, চাঁদ দেখা সংক্রান্ত ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান উনাদের জন্য একান্তভাবে ফরয। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।