১৪৩২ হিজরী সনের যিলহজ্জ মাসের চাঁদ না দেখেই তারিখ গণনা শুরু করে দেয় অর্থাৎ ১ দিন পূর্বেই পহেলা তারিখ নির্ধারণ ঘোষণা দেয় সউদী আরবের ওহাবী সরকার। খবরে আরো জানতে পারা গেল যে, ৮০ বছরের দুইজন বৃদ্ধ লোকের চাঁদ দেখার মিথ্যা দাবিকে সাক্ষী হিসেবে গ্রহণ করে সউদী আরবের ওহাবী সরকার হজ্জের তারিখ ঘোষণা দিয়ে দিল। পরদিন চাঁদ দেখার পরেও পূর্বদিনের তারিখকেই বহাল রাখলো। মুদ্দা কথা হচ্ছে, এটা ওই সউদী আরবের ওহাবী সরকারের পূর্বপরিকল্পনা। সউদী সরকার মূলত ইহুদীর বংশধর এবং এরা ওহাবী ফিরক্বার অনুসারী হয়েও মুসলমান হিসেবে পরিচয় দিয়ে সউদী আরবে ইসলাম বহির্ভূত রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। মুসলমান দাবিদার ওহাবী মুনাফিকরা পর্যায়ক্রমে মুসলমানদের বিবিধ ক্ষতি সাধনের প্রচেষ্টায় রত থাকে। সেই প্রচেষ্টারই একটি হচ্ছে মুসলমানদের হজ্জ, ঈদ, রোযাকে নষ্ট করে দেয়া। ইহুদীরাই হচ্ছে মুসলমানদের প্রধান দুশমন। এরা ঠান্ডা মাথায় চাঁদের তারিখ পরিবর্তন করে এবারও কোটি কোটি মুসলমানের হজ্জকে নষ্ট করে দিল। হায়! এরপরও মুসলিম বিশ্ব কেন নিশ্চুপ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।