আমাদের কথা খুঁজে নিন

   

সিপি নিবেদিত শর্ট ফিল্মঃ ভিকি জাহেদের অপেক্ষার নির্বাসন

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ভিকি যখন আমাকে স্ক্রিপ্ট পাঠায়, তখন থেকেই আমি আশায় ছিলাম কবে এই শর্ট ফিল্মটি দেখবো। টুইস্ট সহ ইমোশনাল একটা কাজ দেখার অপেক্ষায় ছিলাম এতোদিন। অবশেষে আজকে মুক্তি পেলো ভিকি জাহেদের ২য় শর্ট ফিল্ম - অপেক্ষার নির্বাসন ( Exile Of Waiting) শর্ট ফিল্মের লিঙ্কঃ https://vimeo.com/54972765 শর্ট ফিল্মটি দেখুন, এবং মন্তব্য করুন। সিনেমা পিপলস এর ব্যানারে আরো কিছু শর্ট ফিল্ম আসছে। আগামীকাল মুক্তি পাবে ফযলে শিশিরের Momentos Paralelos. এছাড়া এই মাসে নাবিলের বারংবার ও শিমু'র মুদ্রার অপর পিঠ আসার সম্ভাবনা রয়েছে। সবগুলোর খোজ পেতে এই লিঙ্কে চলে যান  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।