বিধাতা দিয়াছেন জান, তাই বাঁচাতে এখন আমার উষ্ঠাগত প্রাণ। আজ আমরা নিঝুম অন্ধকারে হাতরে চলছি একটু ঠাঁই পাবার আশায়। শান্তির যেন মৃত্যু হয়েছে সেই অনাদী কাল আগেই। তারপরও আমার চাতকের মতো চেয়ে আছি একটু ভাল লাগার নির্মল আবেশের জন্য। যে আবেশ ছুঁয়ে যাবে আমাদের রন্দ্রে রন্দ্রে। সেই আবেশটাই যেন আজ আমাদের দিল আমাদের দামাল টাইগাররা। অনেক হত্যা, ধ্বংস, রাহাজানির পর স্বার্থহীন একটা ভাল লাগার মুহুর্ত। আজ যদি সত্যিই আমরা হেরে যেতাম তাহলে অনেক না ভালো লাগার সাথে হয়তো এটাও ভেসে যেতো কিন্তু কষ্টের প্রাচুর্যতা কী আমাদের ঘিরে থাকতো না? হ্যাঁ অবশ্যই থাকেতো। আজ তারা আমাদের জয় উপহার দিয়েছে আর আমরা তাদের দেই, খুব অল্প হলেও আমাদের স্বচ্ছ ভালোবাসার অনুভূতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।