আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান : বিসর্গ (ঃ ), কোলন ( : ) ও ডট/ফুলস্টপ ( . ) এর ব্যবহার

www.facebook.com/ba.ac.net বিসর্গ (ঃ ) ব্যবহার : বিসর্গ একটি বাংলা বর্ণ; এটি কোনো চিহ্ন নয়। বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। পদমধ্যস্থে বিসর্গ ব্যবহার হবে। যেমন: অতঃপর, দুঃখ, অন্তঃস্থল, স্বতঃস্ফূর্ত ইত্যাদি। পূর্ণ শব্দের শেষে বিসর্গ ব্যবহার হবে না ।

যেমন: ধর্মত, কার্যত, ন্যায়ত, করত, বস্তুত, ক্রমশ, প্রায়শ ইত্যাদি। অর্ধ শব্দকে পূর্ণতা দানে অর্থাৎ পূর্ণ শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশে বিসর্গ ব্যবহার করা যেতে পারে। যেমন: মোহাম্মদ>মোঃ, মোসাম্মত>মোসাঃ, ডাক্তার>ডাঃ ইত্যাদি। বর্তমানে এ ধরনের শব্দের বানানে ডট ব্যবহার করা হচ্ছে। যেমন: যেমন: মোহাম্মদ>মো., মোসাম্মত>মোসা., ডাক্তার>ডা. ইত্যাদি।

[সতর্কীকরণ : বিসর্গ (ঃ) এর স্থলে কোলন ( কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যেমন: অত:পর, দু:খ ইত্যাদি। কারণ এটি কোনো বর্ণ নয়, চিহ্ন। ] কোলন ( : ) ব্যবহার : পূর্ণ শব্দে শেষে, গাণিতিক ক্ষেত্রে এবং ব্যাখ্যামূলক শব্দে কোলন ব্যবহার হয়। যেমন: নাম: রেজা, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা, ১:৯ ইত্যাদি।

[সতর্কীকরণ : কোলন ( এর স্থলে বিসর্গ (ঃ) চিহ্ন হিসেবে করা যাবে না। যেমন: নামঃ, পিতার নামঃ, ১ঃ৯ ইত্যাদি। অর্থাৎ বিসর্গ (ঃ) বাংলা বর্ণ হিসেবেই ব্যবহার হবে। ] ডট/ফুলস্টপ ( . ) এর ব্যবহার : ইংরেজি শব্দকে বাংলায় সংক্ষিপ্ত শব্দ রূপে লেখার ক্ষেত্রে ডট ব্যবহার হবে। যেমন: ড. (ডক্টর), লি. (লিমিটেড), মি. (মিস্টার) ইত্যাদি।

অনুরূপ ইংরেজিতে Govt., Ltd., Mr., Dr. আধুনিক বানানে এ ধরনের শব্দে ডট ছাড়াও ব্যবহার করা যায়। যেমন: Mr, Dr ইত্যাদি। ইংরেজি শব্দের সংক্ষিপ্ত বর্ণ রূপে (Abbreviation) ডট ব্যবহার না করাই ভালো। যেমন: SSC, HSC, SMS, MMS, BSS, BA, JSC, MPO, UN, BGB, BSF, RDRS, BRAC, BPL, IPL, ICC, BBC, WFP ইত্যাদি। এক্ষেত্রে ডট ব্যবহার করা ভুল নয়, তবে আমাদের দ্বারা ভুলের সৃষ্টি হতে পারে।

যেমন: BSc, PhD লিখতে গিয়ে B.S.C., P.H.D. লেখা। BSc, PhD -তে যদি ডট ব্যবহার করতে চান, তাহলে এভাবে হবে B.Sc., Ph.D. শুধু মাঝে ডট দিলে চলবে না যেমন: B.Sc, Ph.D অর্থাৎ Sc. ও D. পরেও ডট হবে। সুতরাং ভুল এড়াতে ডট ব্যবহার না করাই শ্রেয়। ইংরেজি শব্দের সংক্ষিপ্ত বর্ণ রূপ দ্বারা যদি শব্দ গঠন হয়, তাহলে এর মাঝে ডট ব্যবহার হবে না। যেমন: UNESCO, UNICEF. অনুরূপভাবে বাংলাতেও হবে।

যেমন: এসএসসি, এইচএসসি, এসএমএস, এমএমএস, বিএ, বিকম, বিএসএস, বিএসসি, সি ইন এড, পিএইচডি, পিসি, আইসিসি, ইউএন, বিবিসি ইত্যাদি। এতে বাংলা বানানের পরিচ্ছন্নতা রক্ষা হয়। বাংলাতে ডট বা হাইফেন ব্যবহারে অনেক সময় ভুলের সৃষ্টিও হতে পারে। এসব শব্দে কমা ( , ) ব্যবহার করা যাবে না। বাক্যের সমাপ্তি টানার ক্ষেত্রে এর নাম ফুলস্টপ ।

গত পর্ব : সমোচ্চারিত শব্দের ব্যবহার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.