বেতনসহ অন্যান্য দাবিতে শিক্ষানবীশ চিকিৎসকরা সোমবার সকাল ১১টা থেকে কর্মবিরতি শুরু করেছিল।
শিক্ষানবীশ চিকিৎসক মো. সাইফুজ্জাহান রবি জানান, সকালে শিক্ষানবীশ চিকিৎসকদের সমন্বয়কারী রতন কুমার সাহার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়।
আগামী সোমবারের মধ্যে বেতনের বিষয়টি মীমাংসার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
হাসপাতালের শল্য বিভাগের চিকিৎসক রতন কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা কলেজ অধ্যক্ষের সঙ্গেও বৈঠক করে।
কলেজ অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, শিক্ষানবীশ চিকিৎসকদের বেতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।