আমাদের কথা খুঁজে নিন

   

বৃহত্তর ফরিদপুর বিষয়ক লেখা চাই

কবিতা ও যোগাযোগ

আপনার জন্ম যেখানেই হোক, বৃহত্তর ফরিদপুর বিষয়ক লেখা চাই। সরকারি বঙ্গবন্ধু কলেজের (গোপালগঞ্জ) প্রাক্তন অধ্যক্ষ আনম আবদুস সোবহানের সম্পাদনায় ‌'ফরিদপুর : ইতিহাস ও ঐতিহ্য' নামে একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে। এ যাবৎ ৫টি সংখ্যা বেরিয়েছে। এর বিভিন্ন সংখ্যায় _ গোপালগঞ্জ বিষয়ক প্রবন্ধ লিখেছেন : আনম আবদুস সোবহান, রবীন্দ্রনাথ অধিকারী, পরিতোষ হালদার, তপন বাগচী, হায়দার হোসেন, মাহফুজ রিপন প্রমুখ। মাদারীপুর বিষয়ক প্রবন্ধ লিখেছেন: মু. মতিয়ার রহমান, তপন বাগচী, সুবল বিশ্বাস, নজরুল ইসলাম পলাশ প্রমুখ।

শরীয়তপুর বিষয়ক প্রবন্ধ লিখেছেন: পলাশ রাউত প্রমুখ। রাজবাড়ী বিষয়ক প্রবন্ধ লিখেছন: আনম আবদুস সোবহান প্রমুখ। ফরিদপুর বিষয়ক প্রবন্ধ লিখেছেন: আনম আবদুস সোবহান, বদিউজ্জামান চৌধুরী, জালাল আহমেদ, মনোয়ার হোসেন, তপন বাগচী, মাসুদ রেজা, আবদুল গফুর, সুব্রতকুমার দাস প্রমুখ। ৬ষ্ঠ সংখ্যায় লেখা পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন, শরীয়তপুরের আবুল বাশার ও পলাশ রাউত। মাদারীপুর থেকে নজরুল ইসলাম পলাশ, লাবলু ভাই, মো. আবুল হোসেন, সুবল বিশ্বাস।

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন, পরিতোষ হালদার, সুব্রত সাহা বাপ্পী, মোজাম্মেল হোসেন মুন্না, বাদলকুমার সাহা। রাজবাড়ি থেকে বাবু মল্লিক, চন্দনকুমার শীল। ফরিদপুর থেকে মাসুদ রেজা, আনম আবদুস সোবহান, তপন বাগচী। ঢাকা থেকে জালাল আহমেদ ( যুগ্ম সচিব), মনোয়ার হোসেন... চলতি সংখ্যা এবং তার পরবর্তী সকল সংখ্যার জন্য বৃহত্তর ফরিদপুরের স্থানীয় ইতিহাস নিয়ে গদ্য লেখার উদার আমন্ত্রণ রইল। লেখাটি হতে পারে ফরিদপুর এলাকার কোনো স্থানের বিবরণ, প্রতিষ্ঠানের ইতিহাস, মুক্তিযুদ্ধের বিবরণ, পুরনো কোনা ভবন/মসজিদ/মন্দিরের বিবরণ, ভাষা , সাহিত্য ও সংস্কৃতি কিংবা মনীষীতুল্য কোনো ব্যক্তির জীবন ও কর্ম... লেখাটি যেন ১৫০০ শব্দের কম না হয়, তার দিকে খেয়াল রাখবেন।

আর আকার ডা-ই হোক সর্বোচ্চ ৫০ পৃষ্ঠা। এই পত্রিকার আকার ২০০ পৃষ্ঠার চেয়ে বেশিই হয়। আমাদের উদার আমন্ত্রণ আপনার অন্য বন্ধুদেরকেও পৌছে দিন। লেখার অপেক্ষায় তপন বাগচী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.