আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের লাইসেন্স ও মালিকানা জটিলতা: ১৯৯৩-২০১৩

(প্রিয় টেক) বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন অবৈধভাবে লাইসেন্স নিয়েছে এমন অভিযোগ অনেকদিন ধরেই করা হচ্ছিলো। একই সাথে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে দীর্ঘ দিনের অমীমাংসিত সমস্যার আজও স্থায়ী সমাধান হয়নি। এদিকে সম্প্রতি সরকার গঠিত গ্রামীণ ব্যাংক কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। ফলে নতুন করে জটিলতার সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় সম্প্রতি টেলিনরের প্রতিনিধি, নরওয়ের বাণিজ্যমন্ত্রী এবং সর্বশেষে গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান দফায় দফায় বাংলাদেশ সরকারের উচ্চমহলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি থ্রিজি নিলামে অংশ নেয়ার আগে লাইসেন্সের নিশ্চয়তা চেয়েছে গ্রামীণফোন। তারই প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছাই সরকারের নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.