টিমটিমে আলোর জন্য একটা ১২ ওয়াটের বাল্বের যতটুকু শক্তি লাগে, সেই সামান্য শক্তিই মানুষের মস্তিষ্কের অসাধারণ কাজ করার জন্য যথেষ্ট। সারা দিন কাজ করতে মস্তিষ্কের যে শক্তি ব্যয় হয়, তা মাত্র দুটি সাগর কলাতেই রয়েছে। মানুষের মস্তিষ্ক সারা শরীরের ওজনের মাত্র ৩ শতাংশ। কিন্তু সে শরীরের মোট শক্তির প্রায় ১৭ শতাংশ ব্যয় করে। শক্তি ব্যয়ের অনুপাতটা একটু বেশি। কারণ, মস্তিষ্ক কাজ না করলে তো শরীর চলবে না। তার মানে এই নয় যে পরীক্ষার পড়া তৈরি করতে বেশি বেশি খেতে হবে। সেটা হয়তো কিছুটা দরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।