একটি বিজনেস পরিকল্পনাঃ
অনলাইন এর মাধ্যমে পন্য বিক্রয় এখন বিশ্বের সবচেয়ে আলোচিত উপায়। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান গুলো এখন অনলাইন এ পন্য বিক্রয় নিয়েই মাথা ঘামায়। অনলাইনে বিভিন্ন জিনিষ বিক্রয় এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান গুলো লাভের মুখ দেখছে। একটু চেষ্টা করলে আমরাও অনলাইনে বিভিন্ন পন্য বিক্রয় করে বেকারত্বকে দূর করতে পারি।
এবার আসি অনলাইন ব্যবসা নিয়ে আমার পরিকল্পনায়।
ব্যবসার ধরনঃ
আমাদের একটি ই কমার্স ওয়েব সাইট থাকবে। এখানে বিভিন্ন পন্য বিক্রি করা হবে। যেমন করা হয়ঃ amazon.com, ebay.com সহ বিভিন্ন ওয়েব সাইটে। আমাদের সাইট থেকে আমরা সারা দেশে পন্য হোম ডিলিভারী দেব। অর্থাৎ কোনো ক্রেতা ঘরে বসেই পন্য কিনতে পারবে।
সুবিধাঃ
১> ঘরে বসে শুধু একটি কম্পিউটার থাকলেই ক্রেতা পাওয়া সম্ভব।
২> সবাই মিলে বিভিন্ন এরিয়া ভাগ করে নিলে নিজের এরিয়াতে সহজেই পন্য বিক্রি করা সম্ভব।
৩> নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগানো
৪> অনেকেই আমরা বেকার হয়ে আছি , তারা এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারি।
৫> নতুন নতুন আইডিয়া কে সামগ্রিক ভাবে কাজে লাগানো
৬> নিজের কোনো পন্য থাকলে তার বিক্রি বৃদ্ধি করা
৭> দেশের যেকোন প্রান্ত থেকেই ব্যবসা করা যাবে।
যা যা বিক্রি করতে পারিঃ
অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে বিভিন্ন পন্য যেমনঃ টি সার্ট,জিন্স,শার্ট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, আই ফোন, সহ অনেক কিছু বিক্রি করতে পারি।
বিক্রয় মুল্যঃ প্রতিটি পন্য আমরা বাজার থেকে কম মুল্যে বিক্রয় করব যাতে বিক্রি বেসি হয়।
লাভ লসঃ এ ব্যবসায় লস হয়ার সম্ভাবনা খুব কম কেননা আমরা এক্ষেত্রে আমাকে অনেক পন্য কিনে রাখতে হবে না সাধারন স্টোর গুলোর মত। আমরা চাইলে ক্রেতা অর্ডার দেওয়ার পর নির্দিষ্ট ব্যবসায়ি থেকে কিনে আনতে পারি।
আমার অভিজ্ঞতাঃ আমি ১ বছর থেকে অনলাইনে ব্যবসা করছি। যেমন clickbd.com এ আমার একটি স্টোর আছে।
আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই লিঙ্ক এ যানঃ clickbd.com/frenzasia
আপনারা আমাকে ফোন বা মেইল করতে পারেনঃ
ফেসবুকঃ , 01684292213
কোন প্রশ্ন থাকলে বা আরো ভালো উদ্যগ থাকলে কমেন্ট করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।