আমাদের কথা খুঁজে নিন

   

তারেক রহমান যদি বি,এন,পির মত বড় রাজনৈতিক দলের প্রধান নেতৃীত্বে আসে, বাংলাদেশ হতে র্দুনীতি কি ভাবে দুর হবে?

(لا اله الا الله محمد رسول الله) আগামীতে অর্থাৎ খালেদা জিয়ার পরবর্তী বি,এন,পিতে মূল নেতৃীত্বে আসতেছে জিয়াউর রহমানের ও খালেদা দম্পতির বড় ছেলে তারেক জিয়া। এটা মোটামুটি ১০০% নিশ্চিত। যদি খালেদা জিয়ার পরে বি,এন,পির মূল নেতৃীত্বে তারেক রহমান আসেন তা হবে বি,এন,পির জন্য মারাত্বক দুর্বল এক নেতৃীত্ব, কারণ ১) তারেক রহমান তার শিক্ষগত যোগ্যাতার অভাব, যা আধুনিক ও শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য কোন অবস্থায় গ্রহণ যোগ্য হবে না। ২) রাজনীতির মূল নেতৃীত্বে জড়ানোর আগেই র্দুনীতিতে জড়ীয়ে গেলেন তারক রহমান। ৩) নিজ মামলার বিরুদ্বে আইনী লড়াই না চালিয়ে বিদেশে পালিয়ে থাকা।

এতে প্রমাণিত হয় তার বিরুদ্বে অভিযোগ সত্য। ৪) কোন রকম চাকুরী বা ইনকাম সোর্স না থাকা সত্বেও ইংল্যান্ডে দিনের পর দিন দীর্ঘ দিব যাবৎ উচ্চ বিলাসী জীবণ যাপন। যাতে প্রমাণিত হয় তিনি তার র্দুনীতির টাকা দিয়ে জীবণ যাপন করতেছেন। ৫) ফকরুদ্দীনের তত্ববধায়ক সরকারকে রাজনীতি করবেনা এই রকম লিখিত মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দিয়ে বিদেশে পালানো, এতে প্রমাণিত হয় তিনি সত্তি সত্তি অপরাধী ছিলেন । ৬) বাবা জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা গ্রহণ, মা খালেদা জিয়ার কালো টাকা জরিমানা দিয়ে সাদা করণ ও ছোট ভাই কোকোর পাচার অর্থ হাতে নাতে ধারা পরা, বাবা, মা, ভাই সহ তার নিজের র্দুনীতিতে র্জজরিত কি ভাবে তারেক রহামান বাংলাদেশকে র্দুনীতি মুক্ত করবেন তা সত্তি এক মারাত্বক কঠিন প্রশ্ন হয়ে দাড়িয়েছে জাতির বিবেকের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.