আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড্ডির পাইলটের লাইভ ব্লগিং। একটি অসহায় শিশুর পাশে দাড়াতে ছুটে যাচ্ছে কয়েকজন ব্লগার, সবাই পাশে থাকুন ।

সামুর এক মাত্র সর্বাধীক বানান ভুল সম্পন্য ব্লগ ! মনে রাখবেন আপ্নে সামুর সবচাইতে বিপজ্জনক ও বদ ব্লগারের ব্লগে প্রবেশ করেছেন , আপ্নি দুষ্টু প্রকৃতির না হলে এখানে সময় নষ্ট কইরেন না । রুশান এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নাই। এই ছেলেটার তিন বছর বয়স। জন্ম থেকে তার হার্টের একটি ভাল্ব নেই । তার দরিদ্র মায়ের পক্ষে চিকিৎসার টাকা যোগার করা সম্ভব নয়।

"আমরা ব্লগার" রুশানের পাশে এসে দাড়িয়েছি তাকে সুস্থ্য করে তার মুখে হাসি ফোটাতে। এই খানে বিস্তারিত। রুশানের খবর আমরা প্রথম পাই ব্লগার জালিস মাহমুদের কাছ থেকে। এরপর ব্লগে একের পর এক পোষ্ট আসতে থাকে, সকল ব্লগার রা হয়ে ওঠে বরাবরের মতো দায়ীত্বশীল, "সামহোয়ার ইন ব্লগ টিম" রুশান বিষয়ক পোষ্ট স্টিকি করে দেয়। ব্লগারদের মনোবল আরও বাড়তে থাকে।

এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আজ ১ ডিসেম্বর ২০১২ ব্লগারদের পুর্ব আলোচনার স্বিদ্ধান্ত অনুযায়ী আমি ব্লগার মেহেদি হাসান মানিক ও ব্লগার একজন আরমান কে সাথে নিয়ে যাত্রা শুরু করলাম বরিশাল শহরের উদ্দেশ্যে । সকল ব্লগার গনের পক্ষ থেকে রুশান ও তার পরিবারের মনোবল বাড়াতে এবং জরুরী কিছু কাগজ সংগ্রহ করে রুশান হেল্প টিম এর হাতে কাগজ গুলো পৌছে দিতে। আমাদের প্রতি মুহুর্তের কার্যক্রম এই পোষ্টে আপডেট করা হবে। অতএব লাইভ ব্লগিং এ আমাদের পাশে থেকে আমি ও আমার সহব্লগারদের উৎসাহিত করুন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।

আমাদের যাত্রার উদ্দেশ্য : ১। >>>>রুশান এর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর কাছ হতে রুশানের অসুখ এবং চিকিৎসার জন্য সাহায্য বিষয়ক একখানা প্রত্যায়ন পত্র সংগ্রহ । ২। >>>> বরিশাল শহরে এই মুহুর্তে রুশানের সাহায্য বিষয়ক যেসব সংস্থা কাজ করছে তাদের সাথে যোগাযোগ। ৩।

>>>> স্থানীয় স্কুল ও কলেজ এর ছাত্র ছাত্রীরা রুশানের জন্য কাজ করছে , তাদের সাথে যোগাযোগ করে তাদের উৎসাহ প্রদান ও প্রয়োজনে তাদের সাথে সমন্বয় সাধন। ৪। >>>> স্থানীয় পত্রিকা অফিসে যোগাযোগ। ৫। >>>> যদি সম্ভব হয় - বরিশালের মেয়র মহোদয়ের সাথে দেখা করে গন্যমান্য ব্যাক্তিদের রুশানের বেপারে দৃষ্টি আকর্ষনের জন্য সহযোগিতা কামনা করা বিষয়ক বৈঠক।

আরও কিছু কাজ আমরা করবো : ১। >>>> ব্লগ ডে উপলক্ষ্যে বরিশাল শহরে অবস্থানরত ব্লগারদের সাথে আলোচনা এবং প্রয়োজনে ব্লগ ডে সফল করার বেপারে সহায়তা প্রদান। ২। >>>> স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের ব্লগিং সম্পর্কিত উৎসাহ প্রদান , এবং ব্লগ চর্চার উপকারিতা অবহিত করা। প্রতিটি উল্লেখ যোগ্য মুহুর্তের ছবি সহ বর্ননা আপডেট করা হবে।

সকলকে পাশে থেকে আমাদের আপডেট পর্যবেক্ষন করে পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করা গেলো। ব্লগের একটি নিক, একটি পোষ্ট এবং কয়েকজন ব্লগার , একটি মানবিক আবেদন মুলক কার্যক্রম সফল করতে চাচ্ছে !!! আর সকল ব্লগারগন কমেন্ট এর মাধ্যমে দুর দুরান্ত থেকে, যাত্রা পথের পথিক সেইসব ব্লগারদের প্রতি মুহুর্তে সহযোগিতা করে যাচ্ছে , এরকম ঘটনা এর আগে ঘটেছে কিনা আমার জানা নেই । আমরা সুর্য্যের মতো প্রখর, আমরা বাতাসের মতো ক্ষীপ্র, আমরা আকাশের মতো বিশাল , আমরা বার বার সত্যের আলোয় জ্বলে উঠি, আমরা সকল বাধা ভেংগে সামনে চলার পথ গড়ি, "আমরা ব্লগার" !!! *************************** আপডেট সময় রাত ৯.২১ মানিক ভাই আর আরমান লঞ্চ এর ডেকে আছে। আমি কেবিনের মধ্যে আপ্নাদের সাথে আছি। পাশে থাকুন সবাই।

আপডেট রাত ১১-৪১ লাইভ ব্লগিং চলছে , ঘুড্ডির পাইলট ও মেহেদি হাসান মানিক। আমাদের খানাপিনা। আপডেট সময় সকাল ৯-৩১ - ২ডিসেম্বর২০১২ স্থান রুশানের বাসা। এই আমাদের রুশান , যার জন্য 'আমরা ব্লগার" যুদ্ধ করছি। একবার দেখুন বাচ্চাটার চোখের দিকে।

অনেক আশা নিয়ে সে চেয়ে আছে আপ্নার সহযোগিতার আশায়। একটি তিন বছরের ছোট বাচ্চার চিন্তিত এ মুখ বলে দেয় চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা তার নেই ! মন খারাপ করা এই ছেলেটার মুখে আমরা কি হাসি ফোটাতে পারি না ? রুশান তার মায়ের কোলে। রুশানের যখন প্রথম সমস্যা ধরা পরে তখন রুশানের মায়ের কাছে শুধু মাত্র ছিলো ৭০০০ টাকা। কিন্তু তখন প্রয়োজন ছিলো কয়েক লক্ষ্য টাকা। রুশানের মায়ের মতো হলে আপ্নি বা আমি কি করতাম ? এরপরও একজন মা, তার সন্তানকে বাচাতে চেষ্টার ত্রুটি করে নাই।

ঢাকার ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয় এবং বেলুনিংয়ের মাধ্যমে হার্টের সমস্যা সমাধানের চেষ্টা করা হয় কিন্তু সে চেষ্টা ব্যার্থ হয়। দুই দিন হাসপাতালের টাকা পরিশোধ করতে না পেরে হাসপাতালেঅবস্থান করতে হয় রুশানকে। তখন হয়তো আমি কোন এক রেস্টুরেন্টে বন্ধুবান্ধব নিয়ে ভোজনবিলাসে ব্যাস্ত কি জবাব দেব এই ভবিষ্যৎ প্রজন্মকে ? বরিশালের মেয়র মহোদয়ের কার্যালয়। মেয়র মহোদয়ের সাথে রুশানের সাহায্যের বেপারে আলাপ করার কথা ছিলো । কিন্তু আমাদের সে পরিকল্পনা ভয়ানক ভাবে ব্যার্থ হয়েছে, কারন তখন কোন এক রাজনৈতিক দলের সভা ছিলো অতএব মেয়র মহোদয় আগেই ব্যাস্ত হয়ে পরেন।

বরিশাল জিলা স্কুল এর ছাত্রদের সাথে রুশানের কার্যক্রম নিয়ে আলোচনার মুহুর্ত । আলোচনায় বিষয়ে ব্লগ ডে ও ছিলো। ব্লগ ডে নিয়ে তারা খুব উৎসাহি। এখানে লাল জ্যাকেট পরিহিত স্টুডেন্ট সামুর নিয়মিত পাঠক। এবং সে আমাদের নিক বলার সাথে সাথে আমাদের চিনে ফেলে।

খুব ভালো লেগেছিলো তখন। বরিশাল মডেল কলেজের স্টুডেন্টদের সাথে আলোচনা। বিষয়বস্তু ছিলো রুশান ও ব্লগ ডে। এদের অনেকেই সামুর পাঠক এখানে "একজন আরমান" ও "মেহেদি হাসান মানিকের" লেখার ভক্ত পাওয়া গেছে , দু:খের বিষয় এরা আমাকে চিনে না। কলেজিয়েট স্কুলের স্টুডেন্টদের সাথেও আলোচনা হয়েছে।

বিষয় বস্তু রুশান ও ব্লগ ডে এবং ব্লগে ব্যাবহারের উপকারিতা। ভেতরে ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকে একটা ছবি অনুমতি নিয়ে তুলেছি। এই সেই বিখ্যাত বরিশাল ব্রজমোহন বিশ্ব বিদ্যালয়। কিন্তু পরীক্ষা চলার কারনে ছবি তোলার অনুমতি পাই নাই। তবে কিছু ছবি অনুমতি না নিয়ে তুলতে পারতাম , কিন্তু "জানা "আপার নির্দেশ ছিলো কোন ছবি যেন অনুমতি বিহিন ভাবে তোলা না হয়।

আমরা রুশানের চিকিৎসার সাহায্যের জন্য স্থানীয় কাউন্সিলর এর কাছ হতে প্রত্যায়ন পত্র সংগ্রহ করতে পারি নাই , কারন কাউন্সিলর বর্তমানে সিলেটে অবস্থান করছেন। আশাকরি আগামি ২ দিনের মধ্যে যোগার হয়ে যাবে। এবং সেটা সংগ্রহ করবেন "ব্লগার নেবুলা মোর্শেদ ভাই" ব্লগার মেহেদি হাসান মানিক ভাই এর সাথে রুশান ও নেবুলা মোর্শেদ ভাই । রুশান এর এই খেলনা গুলো দিয়ে রুশান আর খেলে না খেলনা গুলো রুশান কে খুজে ফেরে। আমরা কি পারি না এই ছোট্ট শিশুটিকে সুস্থ্য করে তার খেলনা গুলোর কাছে ফিরিয়ে দিতে ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.