আল্লাহর গজবের ভয় করছি !! হ্যাঁ সত্যিই,কাহিনীর দোহাই দিয়ে আরও অনেকের অনেক নতুন নতুন উন্মোচন বাকি আছে সামনে।আমাদের মত লুইচ্চাদের কোন সমস্যা নেই!আমরা শুধু দেখে যাবো।তারা যেমন তথাকথিত "কাহিনীর"প্রয়োজনে "খুলতে থাকবে,তেমনি আমরাও আমাদের "ইয়ের"প্রয়োজনে প্রাণভরে তাদের "ঘরের"নানাবিধ "আসবাবপত্র"দেখতে থাকবো। আসলেই তো!এতে বাধা দিবার কি আছে?ঐ যে,কথায় আছে না,"একটু একটু জ্বলে তবে কাজ করে চলে"-ব্যাপারটা অনেকটা সেই রকমই আর কি!!পাওলি দমরা (..... পম পম) পারলে আমরা কেন পারবো না,আশ্চর্য!!ওহ ম্যান!সানি লিওনের কথা তো ভুলেই গেছি!মাফ করবেন জনাব (সাথে "জনাবারা-ও")।আমি না আসলেই একটা গাধা।এদেরকে কি ভুলে গেলে চলে,বলেন?মিঃশয়তান রাগ করবেন যে! আসুন না,আমরাও সবাই একটু একটু "খুলি"।এখনই যদি "উনাদের"মত অভ্যাস না করি তাহলে পরবর্তীতে পস্তাতে হবে যে!হাজার হউক PRACTICE MAKES A MAN PERFECT!!!! যুগের একটা দাবী আছে না,কী বলেন???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।