এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চু আর নেই- ফেসবুকে এই রকমই একটা স্ট্যাটাস দেখেই,সাংবাদিক হিসাবে অফিসে জানিয়ে কি না বিপদেই পড়েছিলাম গতকাল। আসলে আমি সাধারনত ফেসবুকে মজা করিনা। যা লিখি সিরিয়াসলিই লিখি। আমার পছন্দের ফেসবুক বন্ধুরা তেমনই হবেন,সেটা আশা করা কি অন্যায়? তাছাড়া তিনি একজন শিক্ষিত মহিলা,পেশায় ডাক্তার। তাই ভেবেছিলাম তিনি নিশ্চিত না হয়ে তো আর আইয়ুব বাচ্চু মরে গেছেন- এমন কথা লিখবেন না। আমি আসলেই খুবই বিব্রত। যা হোক,আসুন আমরা সবাই,সবাই মহান আল্লাহ্র কাছে দোয়া করি যাতে আমাদের সেই আইয়ুব বাচ্চু ভাই আবার ভালো গান গাইতে পারেন। তাঁর একটি বিখ্যাত গান শুনে কত যে কেঁদেছি। মনে পরে..................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।