আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের ব্লগার ভাই ব্রাদার দের দৃষ্টি আকর্ষণ করছি । আসন্ন ব্লগ ডে উপলক্ষ্যে সিলেটে হয়ে গেলো পরথম মিটিং ।

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব অবশেষে আসন্ন ব্লগ ডে উপলক্ষ্যে সিলেটের ব্লগাররা মিলে একটা মিটিং করেই ফেললাম । ঢাকা ছাড়া আর কোন বিভাগীয় শহরে আমাদের আগে কেউ ব্লগ ডে উপলক্ষ্যে মিটিং করতে পেরেছে কিনা তা জাতি আজ বুক ফুলিয়ে জানতে চায় ???? যাই হুক, আসল কথায় আসি । কয়েকদিন ধরেই সিলেটে অবস্থানরত ব্লগারদের মধ্যে একটা মিটিং হবে হবে করেছিলো । নিয়েল হিমু ভাই,মামুন ভাই ব্লগে,ফেবুতে এই ব্যাপারে জোড় প্রচারণাও চালিয়েছিলেন । শেষ পর্যন্ত আজ তা সফল হলো ।

বিকাল ৪ টায় সিলেটের কীন ব্রীজের নীচে সবার থাকার কথা ছিলো । সবাই এসেছিলেনও । কিন্তু যেহেতু আমরা বেশীরভাগই বেশীরভাগের ফেইস চিনি না , সেহেতু এতো লোকের মধ্যে কে যে ব্লগার তা বুঝতে বেশ সমস্যা হয়েছিলো । তবে আমাদের মধ্যে মামুন ভাইয়ের চোখ ফাকি দেয়া সহজ কাজ ছিলো না । উনি কিভাবে কিভাবে যেনো এতো লোকের ভীড়ে ব্লগারদের ঠিকই চিনে ফেলেছিলেন ।

আনুমানিক ৪.৪৫ নাগাদ আমরা এগারো জন ব্লগার মিটিং এ বসি । এগারো জন খুব কম কিন্তু না । শুধু সামু আর ফেবু তে হালকা পাতলা প্রচারনায় যে, এই এগারো জনই আসবে তা আমরা কেউ ই ভাবি নি । । মিটিং এ আমি ছাড়া আরও যে দশ জন ব্লগার উপস্থিত ছিলেন তাদের সামু নিকঃ ১) মামুন ৬৫৩ ২) নিয়েল হিমু ৩) নাযীর আহমদ ৪) শাফিউর রহমান ৫) প্রতিভাবান বালক ৬) নিশাত শাহরিয়ার ৭) ইঞ্জিনিয়ার ২৫ ৮) পৃথ্বীরাজ সৌরভ ৯ ) বিভ্রান্ত পথিক ২০১০ ১০) Poops মিটিং এ যেই সব সিদ্ধান্ত নেয়া হয় , ঠিক সিদ্ধান্ত বলবো না , মানে ব্লগ ডে তে কি কি জিনিস করা যায় তার একটা প্রস্তাবনা ।

প্রস্তাবনা গুলো মামুন ভাই এর দেয়া, আমরা শুধু সমর্থন জানাইছি । প্রস্তাবনা গুলো হলোঃ ১) কেক কেটে ব্লগ ডে এর উদ্ধোধন করা হবে । উদ্ধোধন করবেন কোন বিশিষ্ট ব্যক্তিত্ব । প্রাথমিক ভাবে বিশিষ্ট লেখক রশিদ জামিল এবং জাফর ইকবাল স্যারের নাম উপস্থাপন করা হয়েছে । সাথে থাকবেন সিলেট সিটি মেয়র ।

২) একটা ব্যানার করা হবে এবং ব্যানার নিয়ে একটা আনন্দ মিছিল করা হবে । ৩) সুরমা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করা হবে । ৪) গান হবে । বিনা পয়সায় গান গেয়ে আমাদের আনন্দ দিবেন খোদ ব্লগাররাই ,সাথে গীটার , চেয়ার তো থাকছেই । ৫) একটা ঘুড়ী উৎসব হবে ( এইটা অবশ্য আমার প্রস্তাব ছিলো , যা যথেষ্ট সমর্থন পায় নাই ) ৬) আমাদের ২য় মিটিং হবে আগামী শুক্রবার , অর্থাৎ ৭ই ডিসেম্বর ।

মিটিং প্লেইস শাহী ঈদগাহ । ঐ মিটিং এ ১৯ তারিখ আর কি কি করা যায় সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে । সিলেটের ব্লগার দের মধ্যে কমিউনিকেশন যাতে আরো ভালো হয় , সেজন্য আমরা Bloggers of sylhet ( সিলেটের ব্লগার ) নামে ফেসবুকে একটা গ্রুপ খুলেছি । মিটিং এর যাবতীয় সব আপডেট ঐ গ্রুপে দেয়া হবে । *** আমরা জানি সিলেটে শুধু এই এগারো জন নয় , আরো অনেক অনেক ব্লগার আছেন ।

তাই আমরা আশা করবো আগামী শুক্রবারের মিটিং এ আমরা ব্লগারদের পক্ষ থেকে আরো অনেক বেশী সাড়া পাবো । তাই সিলেটের সব ব্লগার ভাই ব্রাদার দের অনুরোধ করছি , উক্ত গ্রুপটাতে জয়েন করার জন্য । সবশেষে মামুন ভাইকে অসঙ্খ্য ধন্যবাদ সবাইকে ফুচকা খাওয়ানোর জন্য । আর নিয়েল ভাইকে ধন্যবাদ নিজে থেকে উদ্যোগি হয়ে এগিয়ে আসার জন্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।