আমাদের কথা খুঁজে নিন

   

বিতর্ক আছে সবার অতীতে

আমরা সকলেই মানুষ বাংলাদেশের রাজনীতী নিয়ে তেমন কিছু আলোচানা করার প্রয়োজন নেই। আমার মত ৯০ তে জন্ম নেয়া প্রত্যেকেই রাজনৈতিক দল গুলোর একই চরিত্র দেখেছে এবং দেখছে। তবে ইতিহাস কিন্তু প্রতেক দলের ভূল গুলো তুলে ধরেছে। আর ক্ষমতার লোভ অনেক জল ঘোলা করে শত্রুকে মিত্র আর মিত্র কে শত্রু বানিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা তা কিভাবে জানব।

প্রাইমারী জীবনে স্বাধীনতার ঘোষক- বঙ্গবন্ধু, হাইস্কুলে-জিয়াউর রহমান। এটা আমি একা পড়িনি অনেকেই পড়েছে। এবার দেখুন ইতিহাস এর পাতা- ১৯৭১ সাল জামায়াতের স্বাধীনতার বিপক্ষে অবস্থান, ৭৫ এ আওয়ামীলীগ এর বাকশাল গঠন, ক্যন্টনমেন্ট থেকে বিএনপির জন্ম, স্বাধীন দেশের সরকারের বিরুদ্ধে জাসদ এর বিদ্রোহ, বুলেটের নল থেকে জাতীয় পার্টির উ্থান, ধর্মভিত্তিক দল গুলোর মধ্যে অনৈক্য এবং উদার মানিসিকতার অভাব। পাঠক ভূল কিছু বললে অবশ্যই মন্তব্যের মাধ্যমে সংশোধন করবেন। আবার এদের বিকল্প নিকট ভবিষৎে পাওয়া যাবে বলে মনে হয়না।

তাই আমাদের উচিত - জনমত গঠনের মাধ্যমে প্রত্যেকটি দল কে তাদের অতীত কর্মকান্ডের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা। আমি সে সুদিন গুলোর অপেক্ষায় আছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।