ব্লগার ভাই ও বোনেরা আপনারা এই স্কুল টার বর্ণনা শুনে বলুন তো এটা কে স্কুল বলা যায় কিনা! | শেরপুর জেলা শহরের খরমপুরে চামড়ার গুদাম সংলগ্ন স্কুল হল আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল [Ideal Preparatory and High School] ।স্কুল টি তে এক থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হলেও ছাত্ররা এখান থেকে কোন বোর্ড পরীক্ষায় অংশ গ্রহন করে না* এখানে প্রত্যেক ছাত্র কে ১২+ ঘন্টা স্কুলে কাটাতে হয় সকল ছাত্র ছাত্রী কে স্কুল ভ্যান এ করে আসতে হয় যেমন ফার্ম এর মুরগীর বাচ্চা কে এক হ্যাচারী থেক অন্য হ্যাচারী তে পাঠানো হয়* এখানে কোন কিছু শেখানো হয় না অবাক হবেন না সকল বই এর সকল পড়া দাড়ি কমা সহ গেলানো হয়* যেমন মুরগির বাচ্চা কে তারাতারি বড় করার জন্য সার বা স্পেশাল ফার্ম ফুড খাওয়ানো হয় এখান কার রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষকেরা ইংরেজি পড়ায়* এবং ইসলাম শিক্ষা পড়ানোর স্যার ছাত্র দের সালাম না দিয়ে বলে গুড মরনিং সবচেয়ে বড় ব্যাপার হল এই স্কুলের মূলনীতি : ছাত্র ছাত্রীরা মুরগীর মত পড়া গিলবে এবং পরীক্ষার হলে তা উদগিরন করবে যেমন মুরগী ডিম পারে*** ॥ ॥ আমার কাছে ইহা কে মুরগির ফার্ম বলে মনে হয় আপনি কি মনে করেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।