আজকে সকালে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে মিরপুর গালর্স আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউটে নাকি বোরকা নিষিদ্ধ করা হয়েছে ।
এরপর ই আমি কয়েকজন শিক্ষার্থীর (ঐ কলেজের) সাথে কথা বলি । তারা এই ব্যাপারে কিছুই জানে না । বোরখা নিষিদ্ধ করা হয়েছে এমন তথ্য তারা নিজেরাও জানে না ।
পরবর্তীতে তারা খোজ নিয়ে জানায় যে বোরখা নিষিদ্ধ করা হয়নি ।
এটা একটি ভুয়া খবর মাত্র ।
আমার পাশের বাসার একজনের ছোট বোন ঐ ইন্সটিটিউটে পড়ে । সে বোরখা পরে গেছে এবং কলেজে ক্লাশ করতেছে ।
কলেজের পোশাক সাদা রঙ্গের হবার কারনে বোরখাও সাদা রঙ্গের পরতে হয় । সাদা রং ব্যতীত অন্য কোন রঙ্গের বোরখা গ্রহনযোগ্য নয় ।
গতকালকে মিরপুরে সমাবেশ হয়েছিল । মিরপুর ১০ থেকে এই কলেজটি কাছেই । ধারনা করা হচ্ছে ব্লগার দের দোষারোপ করার জন্যেই এই ভূয়া খবরটি ছড়ানো হচ্ছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।