আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চিন্তপুরের শ্মশান থেকে বলছি ।

"প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়, আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও, হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও। " বাতাসে লাশের গন্ধ। যেন শ্মশানে এসে দাড়িয়েছি। শ্মশানেও হয়তোবা এক দিনে এত লাশ পোড়ানো হয়নি কখনো।

দেশের প্রতিটা গার্মেন্টস যেন এক একটি শ্মশান। আর কত লাশ পুড়লে এই দরিদ্র এই মানুষগুলোর প্রতি সচেতন হব আমরা। দেশের রপ্তানী আয়ের ৮০% আসে নাকি এই গার্মেন্টস খাত হতে । যেখাত আমাদের আয়ের উৎস সেখানে একটু নজর দেওয়াটা কি উচিত না? মৃত্যুর মূল্য নাকি ১ লাখ টাকা !!!! যখন জন্মগ্রহন করি তখন আমারা সুন্দর এই পৃথিবী দেখে খুশি হই। যখন বড় হই তখন সুন্দর এই দেশে জন্মেছি বলে আরেকবার মুগ্ধ হই।

যখন বুঝতে শিখি তখন দেশের দুর্নীতি,দুঃশাসন দেখে এ দেশে জন্মেছি বলে আফসোস করি। কিছু পাওয়ার আশা তো আর আমরা করতে পারি না। আমরা যে গরিব। এ দেশ থেকে শুধু তারাই পায় যারা রাজনীতি করে আর ব্যবসা করে। আমাদের কিছু পাওয়ার দরকার নেই।

শুধু চাই স্বাভাবিক একটি মৃর্ত্যু। মৃর্ত্যুর বিনিময়ে আমরা ১ লাখ টাকা চাই না। শুধু চাই আমার মৃর্ত্যুর পর পরিবারের মানুষ যেন আমার লাশখানা পায়। সাদা কাপড়ে মুড়ে যেন দেশের বুকে শয়নের একটা জায়গা পাই। স্বাভাবিক একটি মৃর্ত্যুর নিশ্চয়তা এদেশে আমরা কবে পাব বলতে পারেন কেও? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।