ধর্ম যার যার , বাংলাদেশ সবার হে দারিদ্র তুমি আমাদের করেছ মহান কিন্তু অভাব আর ভাগ্যের অন্বেষন আমাদের করেছে মৃত্যুপুরী শ্মসান জলন্ত আগুনে পুড়ে অঙ্গার হতে হলো আমাদের কচি কচি দেহ হয়তো বা ঘোষিত হবে শোক দিবস-সভা কিংবা করবে টক"শো কেহ কেহ অচিরেই আবার সচল হবে সবকিছু নতুন ভাবে মালিক , বিজিএমই, রাষ্ট্র এবং সবকিছুই ভুলে যাবে ধর্মবতার , আমাদের জন্মই শুধু সোনার ডিম পেড়ে যাওয়া যার প্রতি কোন অধিকার প্রতিষ্ঠা কস্মিন কালেও হবে না ? কালে কালে আমরা আর কতবার অঙ্গার হবো.......তা আমরা আজও জানি না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।