এখনো গেলনা আঁধার............... মাঝে মাঝে এমন কিছু মূর্হুত আসে যা এড়িয়ে যাওয়া কঠিন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের রয়েছে বেচে থাকার তীব্র অধিকার। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়টি সরকারের পাশাপাশি আমাদেরও। এ দায় আমরা এড়িয়ে যেতে পারিনা।
গার্ডার ভেংগে পড়েনি।
বিচ্যুত হয়েছে। নির্মাণ কাজ চলাকালে ঝুকিপূর্ন এলাকায় লাল পতাকা ও সাইনবোর্ড দেয়া জরুরী। আমাদেরও চলাচল করতে হবে সাবধানে।
বহদ্দারহাট ওভার ব্রীজের বিচ্যুত হওয়া গার্ডারের পাশ থেকে তোলা ছবি।
সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, সিটি কর্পোরেশন ও আনসারের সম্মিলিত তৎপরতায় উদ্ধার কার্যক্রম চলছে।
জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ উদ্ধার কার্যক্রম সমন্বয় করছেন। মিডিয়া কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সামনেই চলছে উদ্ধার কার্যক্রম। কোন ধরণের লুকোচুরির কিছু দেখতে পাইনি। তবে পানিতে ডুবে থাকা গার্ডার তোলা না গেলে বোঝা যাবেনা ভিতরে কি আছে।
সিডিএ'র ও নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকেই দেখলাম না।
তারা অন্তত সরঞ্জাম দিয়ে সহযোগীতা করতে পারতেন।
যারা মারা গেছেন তাদের পরিবারকে সহানুভুতি জানানোর ক্ষমতা আমার নেই। যারা দায়ী তাদের প্রতি একরাশ ঘৃণা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।