আমাদের কথা খুঁজে নিন

   

গোষ্ঠী উদ্ধার ............

চলো সবাই সামনে এগিয়ে যাই....

গতকাল একটা পোস্ট লিখেছিলাম ব্লগে ছদ্মনামের খোঁজে.......... কেন তারা ছদ্মনাম ব্যবহার করছে? জানতে চাইলে অনেকেই জানায়, তাদের ইচ্ছা হয়েছে তাই দিয়েছে, এতে আমার কী? আমার কিছুই নাই বলেই আমি জানিয়েছি। আবার অনেকে জানিয়েছে, বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা নাকি ছদ্মনামে লিখেছে! তাই তারাও লিখছে, বিখ্যাত হওয়ার আশায়। আমিও অবশ্য সেই আশায় দিন গুণছি তাদের বিখ্যাত হবে বলে.............! অন্যদিকে কেউ কেউ সত্য কথা বলে দিয়েছে। সেটা হল-- ব্লগে কিছু লিখে আবার উল্টো বকাঝকা খেতে হয়। শুধু বকাই নয়, গালিগালাজের নাকি মাত্রা/সীমা কোনোটাই বজায় থাকে না।

অনেকেই তো গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছাড়ে। এই গোষ্ঠী উদ্ধার যেন না করতে পারে, তাই তারা ছদ্মনামে লিখছে। এতে নাকি তাদের গোষ্ঠী উদ্ধার হয় না। কিন্তু যে যেই নামেই লিখুক, গালিগালাজ কি নাম খায় নাকি ব্যক্তি খায়। নাম তো বুঝে না.......... তাই নামের বারোটা।

কিন্তু ব্যক্তিই তো সব দেখছে..... বুঝছে.......। যাকগে আমি আর কিছু বলছি না। যে যেই নামেই লিখেন আমার তাতে কোনো সমস্যা নেই। গুড লাক সবার জন্য..........।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.