আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় উদ্ধার দল গঠন করা হবে

বড় ধরনের দুর্যোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনা মোকাবিলায় জাতীয় উদ্ধার দল গঠনের চিন্তাভাবনা করছে সরকার। সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর যেসব স্বেচ্ছাসেবী উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, তাঁদের এই দলে অন্তর্ভুক্ত করা হবে। সেখানে উদ্ধারকাজে অংশ নেওয়া ২৭০ জনের একটি প্রাথমিক তালিকাও করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্ধারকর্মীদের অভিজ্ঞতা ও আন্তরিকতা কাজে লাগিয়ে জাতীয় উদ্ধার দল গঠনের সম্ভাবনা যাচাই করতে বলেছেন।
উদ্ধারকর্মীরা নিজ নিজ কর্মস্থলে চাকরি বা কাজ করবেন।

কিন্তু দুর্যোগের সময় ডাক পড়লে তাঁরা ছুটে যাবেন। তাঁদের সরকারিভাবে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়মিত ভাতা বা সম্মানী দেওয়ারও চিন্তা করা হচ্ছে।
জাতীয় উদ্ধার দলে থাকবেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সেনাসদস্য এবং অ্যাম্বুলেন্সের চালক। সাভারের ঘটনায় যে ২৭০ জনের প্রাথমিক তালিকা হয়েছে তাতে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীর সংখ্যা ১৯৯ জন।

এ ছাড়া ৪৪ জন অ্যাম্বুলেন্সের চালক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৭ জনের নাম রয়েছে তালিকায়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, উদ্ধারকাজ অনেকটা নেশার মতো। এবার যাঁরা এ কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতা, সাহস ও সহমর্মিতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম চালাতে হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আরবান কমিউনিটি ভলেন্টিয়ার কর্মসূচির আওতায় ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবীকে তিন দিনের প্রশিক্ষণ দিচ্ছে। তাঁদের মধ্যে ১৮ হাজার স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ শেষ হয়েছে।

প্রায় ২৫০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কমলা রঙের ইউনিফর্ম পরে সাভারে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
মাকসুদ বলেন, তিন দিনের প্রশিক্ষণ পাওয়া স্বেচ্ছাসেবক এবং সাভারে উদ্ধারকাজে অংশগ্রহণকারীদের মধ্যে সবল, সক্ষম ও সাহসীদের নিয়ে পাঁচ হাজার মানুষের একটি উদ্ধার দল গঠন করা উচিত। বছরে তিনবার জাতীয় মহড়ার আয়োজন করে তাঁদের প্রস্তুত রাখতে হবে, জাতির কঠিন মুহূর্তে তাঁরা যেন সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রশিক্ষণ দিতে হবে।
জানতে চাইলে সরকারের পক্ষে উদ্ধারকাজে সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনো রকম অভিজ্ঞতা না থাকলেও উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা যে পারদর্শিতা দেখিয়েছেন, যেভাবে নিজের জীবন বাজি রেখে তাঁরা অন্যদের উদ্ধার করেছেন, তা দেখে ও শুনে প্রধানমন্ত্রী বিস্মিত ও অভিভূত হয়েছেন। তিনি এই উদ্ধারকর্মীদের অভিজ্ঞতা কাজে লাগাতে জাতীয় উদ্ধার দল গঠনের আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী জানান, উদ্ধারকাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ঢাকায় এনে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ জন্য উদ্ধারকর্মী সবারই নাম-ঠিকানা ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে রাখা হয়েছে।
ওই তালিকায় উল্লেখ থাকা একজন স্বেচ্ছাসেবক মো. হেমায়েত উল্লাহ। বরিশাল শহরে একটি মসজিদের মোয়াজ্জিন এবং অমৃতলাল কলেজের ওই ছাত্র ছুটে এসেছিলেন সাভারে। পকেটে টাকা ছিল না, ঘটনার এক দিন পর কলাপাড়ায় গ্রামের বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে তিনি চলে যান সাভারে।


হেমায়েত বলেন, ‘সর্বশেষ জীবিত শাহজাহানকে উদ্ধারের জন্য খায়ের ভাই ও বরকত ভাইয়ের সঙ্গে আমিও অংশ নিয়েছিলাম, কত লাশ তুলেছি মনে নেই। ধ্বংসস্তূপের মধ্যে ঢুকে নিহত ব্যক্তিদের কাপড় পরিয়েছি। ’
হেমায়েত ফিরে গেছেন বরিশালে। গতকাল বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, ‘আমি সুস্থ থাকলে, যাতায়াত খরচ পকেটে থাকলে এ রকম দুর্যোগে দেশের যেকোনো জায়গায় যেতে প্রস্তুত আছি। ’
মানিকগঞ্জের মো. ইউসুফ সাভারে বাবুর্চির কাজ করতেন।

টানা সাত দিন উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নয়টি লাশ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন। কিন্তু খুঁজে পাননি নিজের স্ত্রীকে।
ইউসুফ বলেন, ‘মোবারক, ফারুক, জাহাঙ্গীর ও হাশেমসহ আমরা ছয়জন টানা সাত দিন যেভাবে কাজ করেছি, তা নিজেদের কাছে অবিশ্বাস্য মনে হয়। স্ত্রীকে হারিয়েছি।

কিন্তু দুর্যোগে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয়, তা শিখেছি। ’
রানা প্লাজায় ধসের পরদিন দিনাজপুর থেকে ছুটে এসেছিলেন মেহেরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় বারবার মনে হয়েছে, আমি বা আমার কোনো স্বজন তো এমন বিপদে পড়তে পারত!’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.