সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের গাড়িখানা রোড থেকে হাসান (১০) নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
বেসরকারি সংস্থা (এনজিও) রাইট্স যশোর-এর তথ্যানুসন্ধান কর্মকর্তা বজলুর রহমান জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে হাসানকে ঢাকা থেকে এক যুবক রোববার রাতে যশোরে আনে। কিন্তু গাড়ির মধ্যে শিশুটি কান্নাকাটি শুরু করলে ওই যুবক তাকে ফেলে কৌশলে পালিয়ে যায়।
এরপর সোমবার সকালে গাড়িখানা রোডে নেমে পড়ে শিশু হাসান।
স্থানীয়রা হাসানকে রাস্তার ওপর দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখে বেসরকারি সংস্থা রাইট্স যশোরকে জানায়।
পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যান বজলুর রহমান ।
কোতোয়োলি মডেল থানা পুলিশকে শিশু হাসান জানায়, সে ঢাকার কামরাঙ্গিরচরে নিলুফা নামে এক খালার বাড়িতে থাকতো। সেই খালা তাকে বেড়ানোর কথা বলে পরিচিত এক ছেলের সঙ্গে পাঠায়।
সে আরও জানায়, তার পিতা হারুন মারা যাওয়ার পর মা রেহেনা খাতুন আরেকটি বিয়ে করে বর্তমানে অন্যত্র থাকেন।
হাসান জানায়, তার নানাবাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে।
তার নানার নাম আকসেদ, মামাদের নাম এলেম, আসাদুল ও শাহিন।
এনজিও কর্মকর্তা কর্মকর্তা বজলুর রহমান বলেন, তার কথাবার্তায় অনুমান হয়, বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতো। কিন্তু পরে রেহেনাকে নতুন করে বিয়ে দেওয়ার পর হাসানকে ঢাকায় খালা নিলুফার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেই খালাই তাকে পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দেয়।
বজলুর রহমান জানান, একটি সাধারণ ডায়েরি করার পর হাসানকে যশোর রাইট্সের জিম্মায় নেওয়া হয়েছে।
প্রকৃত অভিভাবকের সন্ধান না পাওয়া পর্যন্ত তাকে ঢাকা আহছানিয়া মিশনের যশোর শেল্টার হোমে রাখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।