আমাদের কথা খুঁজে নিন

   

চিলির স্বর্ণখনিতে আটকে পড়া ৩৩ খনি শ্রমিক উদ্ধার আর বাস নদীতে পড়ে উদ্ধার করতে পারেনী বাংলাদেশ ।

মামুন বিশ্বাস

চিলির স্বর্ণখনিতে আটকে পড়া ৩৩ খনি শ্রমিক উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাপসুল লিফটের সাহায্যে ফ্রানসিসকো এভালোস নামে এক শ্রমিককে প্রথম উদ্ধার করা হয়। এরপর পর্যায়ক্রমে সব শ্রমিককে উদ্ধার করা হয়। বাংলাদেশের সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫৪ মিনিটে আটকে থাকা সর্বশেষ লুইস উরজুয়াকে উদ্ধারের মধ্য দিয়ে শ্রমিকদের উদ্ধার কাজ শেষ হয়। এ উদ্ধার কাজ পরিচালনার জন্য উদ্ধারকর্মীরা ৬২৫ মিটার দৈর্ঘ্যের গভীর সুড়ঙ্গ পথ খনন করেন।

এদিকে উদ্ধার কাজ সফলভাবে শেষ হওয়ার পর চিলির প্রেসিডেন্ট সাবাস্তিয়ান পেরেরা সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি। এ ঘটনায় প্রতিবেশী দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসও চিলির জনগণকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে মঙ্গলবার চিলির সময় মধ্যরাতে ফ্লোরেন্সিও অ্যাভালোসকে উদ্ধারের মধ্য দিয়ে শুরু হয় যুগান্তকারী এ উদ্ধার তৎপরতা। ভূগর্ভের ৬২৪ মিটার নীচ থেকে খনিকর্মীদের উদ্ধারের ঘটনা বিশ্বে এই প্রথম। মঙ্গলবার চিলির সময় দিবাগত রাত ১২টা ১০মিনিটে ক্যাপসুল লিফ্ট ফিনিক্স প্রথম ফ্লোরেনসিয়োকে নিয়ে ওপরে উঠে আসে।

তাকে তুলে আনতে সময় লাগে প্রায় ১৬ মিনিট। এরপর একে একে ওপরে তোলা হয় অন্য খনিকর্মীদের। আত্মীয়-স্বজনের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ শেষে তাদেরকে নিয়ে যাওয়া হয় ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্রে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার পাওয়া সকলের শারীরিক অবস্থা ভাল রয়েছে। কিছুদিন নিয়মিত বিশ্রামে থাকা ছাড়া তাদের জন্য অন্য কোনো ওষুধের প্রয়োজন নেই।

সান হোসে নামের সোনা ও তামার খনিতে দুর্ঘটনা ঘটেছিল ৫ আগস্ট । ধারণা করা হয়েছিল ৩৩ শ্রমিকের সবাই মারা গেছেন। কিন্তু ১৭ দিন পর এক চিরকুট থেকে জানা যায় তারা বেঁচে আছেন। শুরু হয় মানব ইতিহাসের জটিল ও কঠিন এক উদ্ধার কাজ। উদ্ধারকাজ চালাতে ৬২৫ মিটার দীর্ঘ সরু খনিকূপ খোড়ার কাজ শেষ হয় শনিবার।

উল্লেখ্য, এতদিন শ্রমিকদের বিভিন্ন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.