সাভার মডেল থানার এসআই আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪৪১টি।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল থেকেও কয়েকটি লাশ হস্তান্তর করা হয়েছে।
এস আই জানান, সনাক্তের জন্য ৯টি লাশ রাখা আছে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে।
ধসে পড়া ওই ভবনে শনিবার একাদশ দিনের উদ্ধার অভিযান চলছে। ভারী সরঞ্জাম দিয়ে এই কাজ তত্ত্বাবধান করছে সেনাবাহিনী।
উদ্ধারকর্মীরা কংক্রিট সরিয়ে লাশের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী আগেই সাংবাদিকদের বলেন, ধসের এত দিন পর আর কাউকে ধ্বংসস্তূপে জীবিত পাওয়ার আশা তারা করছেন না।
লাশ গুম করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে উদ্ধার কাজে শামিল হতে আহ্বান জানিয়েছিলেন তিনি।
ভবন ধসের পর এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই সংখ্য নিয়ে বিভ্রান্তি এখনো কাটেনি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া লাশের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, লাশ গুমের প্রশ্নই ওঠে না।
সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ থাকার কথা বলা হলেও রেড ক্রিসেন্টের হিসাবে এই সংখ্যা চারশর বেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।