আজ আবার হাজির হলাম কিছু দুর্লভ অডিও অ্যালবাম এর কভার নিয়ে। বাংলা সঙ্গীতের স্বর্ণযুগ কেন ৯০ দশক তা আরেকবার আজ শুধু অ্যালবাম এর কভার দিয়ে বুঝিয়ে দিবো সবাইকে। কি পরিমান দুর্দান্ত , সুপার একেকটি অ্যালবাম পেতাম এবং সব সেরাদের গান পেতাম তা আজকের এই জামানায় কল্পনাও করা যায়না । ব্যান্ড মিক্সড অ্যালবাম 'আড্ডা' - ব্যান্ড মিক্সড 'আমাদের ভালোবাসা ' - সবগুলো কভার আপলোড করেছেন RaDiO bg24 পরিবারের সদস্য আহমেদ ইমতিয়াজ তমাল সবগুলো অ্যালবাম অনলাইনে সর্বপ্রথম প্রকাশ করেছিল যারা ও যেখানে পাবেন তা হলো - RaDiO bg24
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।