আমাদের কথা খুঁজে নিন

   

একটা ল্যাপটপ আর এন্ড্রয়েড ফোন যদি থাকে তবে এই পোস্ট-টা আপনার জন্য

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় ল্যাপটপ এর ওয়াই-ফাই (WI-FI ) তো অনেক ব্যবহার করেছেন , এবার আসুন সম্পূর্ণ নতুন এক ব্যবহার দেখি । আপনার এন্ড্রয়েড ফোন-টিকেই এবার বাবহার করুন ওয়্যারলেস মাউস , রিমোট কন্ট্রোল অথবা কিবোর্ড হিসেবে। প্রথমেই Gmote এই ঠিকানায় ক্লিক করে দুটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে । STEP 1 থেকে Gmote client. নামের .apk ফাইল টি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন । তারপর STEP 2 থেকে Gmote Server নামের .exe ফাইলটি আপনার ল্যাপটপ এ ইন্সটল করুন ।

সবশেষে এইখান থেকে জাভা রান টাইম ইন্সটল করে নিন । এবার দেখে নেব কিভাবে ল্যাপটপ আর এন্ড্রয়েড ফোন-টিকে সাজিয়ে নেবেন । ল্যাপটপ এ Gmote Server ওপেন করলেই নিচের মত একটা ট্যাব আসবে । এইখানে আপনার পছন্দ মত পাসওয়ার্ড বসিয়ে নিন। তারপর নিচের মত ট্যাব আসবে এখানে আপনার পছন্দ মত ড্রাইভ অথবা ফোল্ডার সেলেক্ট করে দিন add path অপশন থেকে ।

এবার নিচের চিত্রের মত help >> show local ip সেলেক্ট করে local ip দেখে নিন । ২-৩ টি ip দেখাতে পারে। যেকোনো একটি দিয়ে চেষ্টা করুন। এবার মোবাইল থেকে Gmote ওপেন করে browse অপশন এ ক্লিক করুন । তারপর enter ip manually তে আপনার ল্যাপটপ এর local ip টি প্রবেশ করান।

ব্যাস , আপনার কাজ শেষ । এবার নিয়ন্ত্রন করুন আপনার ল্যাপটপ ঘরের যেকোনো রুমে বসেই আপনার মোবাইল ফোন থেকে । অথবা মোবাইল ফোনের পর্দা তেই দেখুন ল্যাপটপ এ রাখা ভিডিও , অডিও সহ যেকোনো ফাইল । ব্যবহার করে দেখুন , আর কোনো সমস্যা হলে মন্তব্যে জানাবেন । ** বিদ্রঃ এটি আমার লেখা প্রথম টেকি পোস্ট ।

ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.