আমাদের কথা খুঁজে নিন

   

একটু সময় দিন, একটু সতর্ক হোন, রোগীর প্রাণ বাঁচান!!!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে আজ নেফ্রোলজী ক্লাসে এক নিদারুন এবং ভয়াবহ তথ্য জানলাম! আমাদের দেশে ICU তে যে সমস্ত রোগী চিকিৎসা পায় তাদের প্রায় ৬০% এরই কিডনি অর্ধেকের বেশী (more than 50% damage) নষ্ট করে দেয় ICU এর স্পেশ্যালিস্ট ডাক্তার স্বয়ং!!! আমার একটা ভুল ধারণাও আজ শুধরে গেল… আমি ভাবতাম কিডনী নষ্ট করে দেয়ার জন্য মূল কালপ্রিট ড্রাগ হচ্ছে ব্যাথার জন্য ব্যবহৃত NSAIDs. বাস্তবতা ভিন্ন। Injudicious antibiotic ব্যবহার হচ্ছে মূল কালপ্রিট কারণ! এবং এই ঘটনাটা সবচেয়ে বেশী ক্ষতি করছে ICU তে চিকিৎসা প্রাপ্ত জটিল রোগীদের যাদের গনহারে মেরোপেনেম, জেন্টামাইসিন এবং তৃতীয় আরেকটা এন্টিবায়োটিকের কম্বিনেশন দেওয়া হয়। ICU স্পেশ্যালিস্টদের বক্তব্য এসব জটিল কেসে এ কম্বিনেশন না দিয়ে রোগী বাঁচাবো কি করে। উত্তর সহজ… অবশ্যই একজন যোগ্য নেফ্রোলজিস্ট এর, আবারো বলছি যোগ্য নেফ্রোলজিস্টের সুপারভিশনে প্রয়োজনে উপযুক্ত মাত্রা নির্ধারণ করে অত্যন্ত সতর্কতার সাথে এ ড্রাগগুলো ব্যবহার করুন। রোগীদের প্রতি সদয় হোন এবং তাঁদের প্রতি ন্যায় বিচার করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.