দেখা যাক কি হয়.......... যেহেতু ব্লগারই সামহয়্যার এর প্রাণ তাই,ব্লগারদের নিয়ে অনেক সময় অনেক ধরণের পোস্ট এসেছে। ভাবলাম আমিও ব্লগারদের নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলি। তবে এটা ফান পোস্ট ভাবলে ভুল হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার দৃষ্টি কোণ থেকে কিভাবে ব্লগারদের প্রোফাইল পিকচার বিশ্লেষণ করা যায়।
১।
জানা
ব্লগে ঢুকতেই আপনি খেয়াল করবেন উপরে ডানদিকে একটা রিক্সা চোখে পড়বে। সেই রিক্সা কিন্তু খালি। আপনি যদি সেই রিক্সায় কোনো মানুষ দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে জানার ব্লগে। চোখ রাখুন তার প্রোফাইল পিকচারে। হা, সেটা জানারই প্রোফাইল পিকচার।
আমার মনে হয়, তিনি রিক্সায় চড়ে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন।
২। ফিউশন ফাইভ
আপনি কি জানেন বাংলার বাঘ কে? না জানলেই সমস্যা নাই! ব্লগের বাঘ কিন্তু এই ফিউশন ফাইভ এই। এই যে দেখুন না, তার প্রোফাইল পিকচার এই কিন্তু বাঘের ছবি দেয়া। আমরা যদি খুব ভালোভাবে তার ছবিটা পর্যবেক্ষণ করি , তাহলে দেখা যাবে যে তার বাঘ কিন্তু কালো।
সাথে তার ফটোশপের হাত ভালো বলে বাঘের কিছু অংশ লাল করে দিয়েছেন। এবার আমরা দেখি , আসল বাঘ টা কোথা থেকে নেয়া:
৩। অন্যমনষ্ক শরৎ
তার প্রোফাইল পিকচার দেখলেই বুঝা যায় যে, তার মধ্যে মারমার কাটকাট ধরণের একটা ভাব আছে। তার এই ভাবের কারণেই হয়তো তাকে মডু বানানো হয়েছে। অথবা মডু হওয়ার পর তিনি এই ধরণের মারমার কাটকাট ছবি দিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।