আমার জীবনটা একসময় শাদা ছিল কাশবনের মত, আর পেলব মেঘের মত শাদা পৌষ সকালের কুয়াশার মত আর নিবিড় তিমির ভেদ করা ধবধবে জোৎস্ন্যার মত শাদা একদিন আমি এতটা কাতর ছিলাম না- আমার জীবন ছিল চড়ুই এর ডানার মত চলমান তাতে ছিলনা জেগে উঠা চরের মত চোখ, আর এত জলের আধার আমি বলেছি, আমার জীবনটা একসময় শাদা ছিল কিন্তু আমি অতীত বিস্মৃত সেই কবে থেকে পুরোটাই হয়ত এক স্বপ্নের ভেতর আরেক স্বপ্ন অথবা অতীত হয়ত সময়ের ফাঁকি, তার হয়ত আসা ঢের বাকি কোন ভবিষ্যৎ অঘ্রাণ বা পৌষ বেলায় অথবা শ্রাবণ ধারায়, হয়ত বা নাম না জানা কোন সকালে কোন গভীর কুয়াশায়, ঘন বরষায়, বা মেঘে মেঘে মায়াময় ধুম্রজালে, বা বজ্রপাতের বিদ্যুতে যেকোন বিশুদ্ধ শুভ্রতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।