কথা যত, পাপ তত... শীত আসছে, প্রকৃতি তার রূপ বদলাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং উত্তর চরমভাবাপন্ন আবহওয়ায় নাকাল মানুষজন এই ক্ষণস্থায়ী, শৌখিন শীত অনেকটা উৎসবমূখর আমেজে উপভোগ করে। রাতে পাড়ায়-পাড়ায় লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা এই সময়ের একটি অতি পরিচিত দৃশ্য। সাধারণত কোর্টের দুই পাশে ২০০ ওয়াট্ এর ৪টা করে মোট ৮টা বাতি জ্বালিয়ে কোর্ট আলোকিত করা হয়, বলা বাহুল্য এজন্য অবৈধ বৈদ্যতিক সংযোগ ব্যাবহার করা হয়। সেটা তেমন কোনো সমস্যা না, কিন্তু বিদ্যুৎের অপ্রতুলার কথা চিন্তা করে আমরা কি একটু সচেতন হতে পারি না? ২০০ ওয়াট্ এর টাংস্টেন বাল্ব এর সমতুল্য আলো ৩৫-৪০ ওয়াট্ এর সিএফএল (এনার্জি) বাল্ব থেকে পাওয়া যেতে পারে। বিদ্যুৎ ব্যাবস্থার উপর আমাদের শিল্প-কারখানা তথা রাষ্ট্রীয় প্রবৃদ্ধি নির্ভরশীল। তাই আসুন সবাই সচেতন হই যেন আমাদের সরল ক্রিড়ামোদ আমাদের জাতীয় স্বার্থের অন্তরায় না হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।