আমাদের কথা খুঁজে নিন

   

যেমন সত্যে বসবাস

তোমার আমি শত্রু যেমন, চিরসখা বন্ধু বল তাও সত্য। বুকের ভেতর খ্যাপা কুকুর নিত্যদিনে সেই ডেরাতে ঈশ্বরের বাস তাও সত্য হৃদয় মাঝে কবিতা আছে, সেই কবিতা ধর্ষিত হয় তাও সত্য এই বাগানেই সুখ ঝড়ে, গোলাপ ফুটে গন্ধ ছোটে, স্বপ্ন হাসে সেই বাগানেই ধুতুরা ফুল নজর এড়ায় তাও সত্য দম ফেলবার নাই ফুরসুত, হা পিত্যেস চলছি ছুটে নেইকো বিরাম, কোথায় মোকাম কেউ জানেনা। গন্তব্য পকেট মাঝে তবু ছুটছে মানুষ তাও সত্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।