আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক প্রতিবন্ধী

দেখছি শুধু , আগুনে ঝলসে যাওয়া ধোঁয়া ওঠা শহর । শ্মশান হয়ে ওঠা ঘরগুলো থেকে ছুটতে থাকা অজস্র মানুষ । কেউ কিছুই বলছি না ... ! আমরা বোবা হয়ে থাকা অমানুষ । দেখছি শুধু , কি ভয়ঙ্কর একপেশে যুদ্ধ .... নাকি হত্যাযজ্ঞ । কালো পিচের রাস্তায় লাল বৃত্ত একে পড়ে থাকা শিশুর লাশ ।

কেউ এতটুকু টলছি না .... ! আমরা অন্ধ সেজে থাকা নরপিচাশ । দেখছি শুধু , বহুদিন হিজাবের আড়ালে থাকা নারীদেহের ক্ষত-বিক্ষত নগ্নতা । বহু যত্নে পরে থাকা নেকাব কে এক মুহূর্তে খুলে ফেলা কামানের ধাঁর । তারপর ও তো কিছু করছি না.....! আমরা তো গৃহপালিত জানোয়ার । দেখছি শুধু , সহস্র চোখে অশ্রু হয়ে জমে থাকা ভয়, ঘৃণা আর অসহায়ত্তের ককটেল ।

সন্তানের লাশ নিয়ে ছুটতে থাকা পিতার আহাজারি । কি যে বলছে তা বুঝছি না......! আমরা শুধু মানুষের মুখোশধারী । দেখছি শুধু , প্রতিরোধে অক্ষম , অসহায় এক জাতির ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাওয়া । শত্রুর সাথে ব্যাভিচারি ভাইদের তৈলাক্ত সন্ধি । কিছু করার নেই তাই করছি না..... ! কারন, আমরা আধুনিক প্রতিবন্ধী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।