সেদিন মায়ার ছলনায় পড়ন্ত বিকেলে গোধুলীর সন্ধ্যায় বৃক্ষরাজী সারি সরি দেখছিল তোমায় লাল উড়ণা গায় নুপুর দুটি পায় সাদা টিশার্টে আমি সিগারেট বা হাতটায় তোমার রক্ত গোলাপ ঠোটে যেন পদ্মকমল ফোটে ভেজা ভেজা ঠোটে কামনার অধর ধারা ছোটে হঠাৎ হল কি আমার উষ্ঠে যষ্ঠি মধু শরাব পেলাম কি? এই খানে এই নির্জনে লাউয়াছড়ার কাঠবনে একি মধুর আলঙ্গিনে জানিয়ে দিলে চুম্বনে আমিই তোমার হিয়ার কোনে বসত গড়েছি অব্যক্ত মোর ভালবাসার স্বীকৃতি পেয়েছি হিজল বনের ঘুঘুরা ডাকছে তাই কোকিল গাইছে কুহু আমার মনের প্রেম বাগানে রয়েছো তুমিই শুধু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।