আমাদের কথা খুঁজে নিন

   

আমার সংগ্রহে থাকা মজার কিছু ফটো (১ম পর্ব) {বিষয়:- বিলাই}

যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই............. অনেকেই দেখি ব্লগে মজার মজার ফটো দিয়ে ব্লগিং করে। ভালই লাগে দেখতে। আমার কাছেও এমন কিছু ফটো আছে। ভাবলাম শেয়ার করতে সমস্যা কি? সংগ্রহে অনেক ফটো আছে। তাই ভাবলাম সব ফটো একসাথে না দিয়ে কয়েকটা পর্ব করে দেব।

চলেন শুরু করি......... ০১। বিলাই রাজ্যের রাজপুত্র। নাম তার মিঞাও মং ০২। তুমারে আমি বালা ফাই..... আরেক জনের দিকে তাকাও ক্যান? ০৩। আমাদের আর তাদের মধ্যে ভাবনার পার্থক্য ০৪।

কেনাকাটা তো দেখি তারা ও করে ০৫। নীল আম্রস্ট্রং বেচে থাকলে ঘটনার সত্যতা বোঝা যাইতো :/ ০৬। প্রথম দেখাতেই ভাল লাগা ০৭। মি: ক্যাট (এম.পি.পি.এস, সি.এফ.এস, এম. ডাবলিউ. বি) ০৮। সখি ভালবাসা কারে কয় ?? ০৯।

বিড়াল মানব। ১০। ওরে...... মান ইজ্জত সব গ্যালো রে.... ১১। ফেয়ার এন্ড গাবলী দিনে আড়াই বার দেয়ার পরও তো উন্নতি হচ্ছে না । ১২।

হোম সুইট হোম ১৩। নিরাপত্তা বইলা তো একটা কথা আছে, নাকি??? ১৪। কোন চ্যানেল থুইয়া কোনটা দেখি ১৫। জিমনস্টিক শিখতাছি। অলিম্পিকে জামু ১৬।

হায় খোদা!!! লাফ তো দিলাম। মাগার প্যারাসট তো লইনাই। আমারে ধর কেউ ১৭। ওই মিয়া। গোসলের সিন দ্যাখেন ক্যান??? ভাগেন ১৮।

কিউটি ১৯। আরেকটা কিউটি ২০। কি দেখ এত মনোযোগ দিয়া??? ২১। সব শেষে আমার মুন্না ও আমার এক মাত্র পোষা বিড়াল বোনাস হিসেবে দেখতে পারেন পরীক্ষার হলে নকল নিয়া অমার ফডুগ্রাফি। লিংক :- Click This Link আজ বিদায়।

আরেক দিন আবার হাজির হব আরও মজাদার ফটো নিয়ে। ততক্ষন পর্যন্ত ভাল থাকুন সবাই। আর ফটোগুলো কেমন লাগল জানাতে ভুলবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.